বাড়ি বা পথ, কংক্রিটের দূষণ-জালও নগর জুড়ে |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: একটা দোতলা বাড়ি ভেঙে বহুতল উঠবে। সেই ভাঙা-গড়ার জেরে দক্ষিণ শহরতলির এক পাড়ায় প্রায় সব বাড়িরই রং ধুলো-বালিতে কার্যত ‘লাল’ হয়ে গিয়েছিল। প্রায় আড়াই বছর আগের ঘটনা।
গত শনিবার এয়ারপোর্ট এক নম্বর গেট থেকে অটোয় চেপে নিউ ব্যারাকপুর ফিরছিল একটি পরিবার। কংক্রিটের রাজপথ ভেঙে-চুরে একাকার। |
|
দীপর বিলে মাছ মরছে
দূষণে, মানল সরকার |
নিজস্ব সংবাদদাতা, গুয়াহাটি: জলে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং পারদ-আর্সেনিকের পরিমাণ বৃদ্ধির
জেরেই মাছেদের মড়ক লেগেছে দীপর বিলে। অসমের মৎস বিভাগের প্রাথমিক তদন্তে এমনই জানা গিয়েছে।
কয়েক সপ্তাহ ধরে রাজ্যের একমাত্র ‘রামসার ক্ষেত্র’ (রামসার সাইট) ওই বিলে মরা মাছ ভেসে উঠছিল।
পরিবেশবিদদের মতে, ওই জলাশয়ের সংরক্ষণে দ্রুত ব্যবস্থা না-নেওয়া হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। |
|
কৌশিক ঘোষ, কলকাতা: পরিবেশ দফতর ছাড়পত্র না দেওয়ায় আটকে গেল ধাপার পাশে কুকুরদের রাখার জন্য একটি আধুনিকমানের ‘ডগ পাউন্ড’ তৈরির প্রকল্প। পুর-কর্তৃপক্ষ বিকল্প জমির খোঁজ করছেন।
কলকাতা পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, “রাস্তার কুকুরদের রাখার জন্য ডগ পাউন্ডের খুব প্রয়োজন। দু’টি রয়েছে। |
মেলেনি ছাড়পত্র,
আটকে পুরসভার
ডগ পাউন্ড প্রকল্প |
|
মাঠে লড়ছে কাড়া,
গাছে দর্শক |
|
|
হাতির তাণ্ডবে
নষ্ট ধান-সব্জি |
ফোনেই মিলছে
দেদার শব্দবাজি |
|
কোর্টের দেওয়া সময় পার, সংস্কার হয়নি পুকুর |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|