ভ্যান গঘের এই অসাধারণ শিল্পকীর্তিটির খোঁজ মিলেছে সম্প্রতি। জানাল আমস্টারডামের ভ্যান গঘ সংগ্রহশালা।
সংগ্রহশালাটির ডিরেক্টর এলেক্স রুগার জানালেন, এই নতুন ছবিটির নাম ‘সানসেট অ্যাট মঁমাজ্যুর’। মৃত্যুর
বছর
কয়েক আগে ভ্যান গঘ কিছু দিন ফ্রান্সের দক্ষিণে আর্লসে ছিলেন। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যই
ধরা
পড়েছে
সদ্য খুঁজে পাওয়া ছবিটিতে। রুগারের মতে, “শিল্পীর মৃত্যুর পর দীর্ঘ ১২০ বছরে তাঁর
আঁকা
বহু ছবির খোঁজ মিলেছে। অসাধারণ বললেও অত্যুক্তি করা হয় না।” ছবি: এএফপি |