দাউদ ইব্রাহিমকে গ্রেফতার করতে আমেরিকার সঙ্গে যৌথ অভিযান শুরু হয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে। মার্কিন অ্যাটর্নি-জেনারেল এরিক হোল্ডার সম্মতি দেওয়ার পরেই এই অভিযান শুরু হয় বলে আজ দাবি করেন শিন্দে।
আজ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমরা সম্প্রতি কয়েক জন জঙ্গিকে গ্রেফতার করেছি। সীমান্তে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষেকয়েক জন নিহত জঙ্গি হয়েছে।” তাঁর কথায়,“ দাউদকে ধরার জন্য ভারতীয় গোয়েন্দারা মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন।”
১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে মূল অভিযুক্ত দাউদ। ভারতের দাবি, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের আশ্রয়ে পাকিস্তানেই আছে সে। বেআইনি সাম্রাজ্য চালানোর পাশাপাশি দাউদ বিভিন্ন পাক জঙ্গিগোষ্ঠীকে আর্থিক মদত দেয় বলেও অভিযোগ। সম্প্রতি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিশেষ দূত শাহরিয়ার খান দাবি করেন, দাউদ পাকিস্তানেই ছিল। কিন্তু, পাক গোয়েন্দারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সে পালিয়ে গিয়েছে। পরে অবশ্য তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দায় এড়ান শাহরিয়ার।
ভারতের পাশাপাশি আমেরিকার ‘ওয়ান্টেড লিস্টে’ও রয়েছে দাউদ। তাকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসেবে ঘোষণা করেছে আমেরিকা। মার্কিন গোয়েন্দাদের মতে, দাউদ ও তার সাম্রাজ্যের সঙ্গে জঙ্গি সংগঠন আল-কায়দার যোগ আছে। দীর্ঘদিন আগেই দাউদ, তার ভাই আনিস ও ওই অপরাধচক্রের সঙ্গে যুক্ত আরও বেশ কয়েক জনের বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিস’ জারি করেছে ইন্টারপোল।
শিন্দের দাবি, দাউদ পাকিস্তানেই আছে। তাকে প্রত্যর্পণের জন্য পাকিস্তানকে বার বার অনুরোধও করা হয়েছে। এ বার দাউদকে পাকড়াও করতে আমেরিকার সঙ্গে যৌথ অভিযানের প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। মার্কিন অ্যাটর্নি-জেনারেল এরিক হোল্ডার তাতে সম্মতি দিয়েছেন। সেই প্রস্তাব মেনে এফবিআই ও ভারতীয় গোয়েন্দারা একসঙ্গে কাজ শুরু করেছেন। শিন্দের কথায়, “এ কাজে কত সময় লাগবে আমি জানি না।
তবে গোয়েন্দারা চেষ্টার ত্রুটি করবেন না।” |