টুকরো খবর
মামনুনের শপথ
দেশের দ্বাদশ প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন আগরার ছেলে, বস্ত্র ব্যবসায়ী মামনুন হুসেন। সোমবারের এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইফতিকার চৌধুরির তত্ত্বাবধানে। উপস্থিত ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা। গত জুলাইয়ে তেহরিক-ই-ইনসাফের মনোনীত প্রার্থী ওয়াজিহুদ্দিন আহমেদকে হারিয়ে পাক প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন মামনুন।

ভুলো ক্যামেরন
অফিসের গুরুত্বপূর্ণ ফাইল-সহ একটি বাক্স ট্রেনেই রেখে এসেছিলেন তিনি। এমনকী বাক্সের তালাতেই লাগানো ছিল চাবিও। অভিভাবক-হীন বাক্সটির ছবি তুলে স্থানীয় সংবাদপত্রে পাঠিয়ে দেন জনৈক যাত্রী। তার পরই হই চই। জানা যায়, এই কার্তি স্বয়ং ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের। এই প্রথম নয় অবশ্য। ভুলো মনের ক্যামেরন এর আগে একটি পানশালায় রেখে এসেছিলেন নিজের আট বছরের মেয়েকে।

পুরনো খবর:

বিস্ফোরণ, হত ২
দক্ষিণ চিনের গুইলিন শহরে সোমবার একটি স্কুলের সামনে বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৪৪। তাঁদের মধ্যে ২৬ জন পড়ুয়াও রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুলের সামনে দিয়ে একটি মোটরসাইকেল যাচ্ছিল। হঠাৎ তাতে আগুন ধরে যায়। তার পরেই ঘটে বিস্ফোরণ। কেন বিস্ফোরণ হল তা খতিয়ে দেখছে পুলিশ।

ফেলানি প্রতিবাদ
কুড়িগ্রামের কিশোরী ফেলানি হত্যার আসামি বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস করে দেওয়ার প্রতিবাদে পথে নামলেন বাংলাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের সামনে এবং জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে জমায়েত করে তাঁরা সুবিচারের দাবি জানান। দাবি জানান সীমান্তে হত্যা বন্ধেরও।

পুরনো খবর:

বিমান পিছলে
ব্যাঙ্ককের আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে নামতে গিয়ে পিছলে গেল একটি বিমান। এই ঘটনায় আহত হয়েছেন ১৪ জন যাত্রী। বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, বিমানটির গিয়ারে সমস্যার জন্য এই ঘটনা ঘটেছে। তবে চালক দক্ষ ভাবে বিমানটি নিয়ন্ত্রণ করায় কোনও বড় দুর্ঘটনা ঘটেনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.