পুরুলিয়া-বাঁকুড়া |
বোর্ড গঠনের
সভায় যেতে বাধা
দলীয় নেতার, নালিশ |
নিজস্ব সংবাদদাতা, রাইপুর: দলেরই যুব নেতার অনুগামীদের বাধায় সোমবার পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের সভায় তাঁরা যোগ দিতে পারেননিএমনই অভিযোগ তুলেছেন বাঁকুড়ার রাইপুর পঞ্চায়েত সমিতির নির্বাচিত তিন তৃণমূল সদস্য।
রাইপুরের মণ্ডলকুলি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য রাধাবল্লভ মণ্ডল, টুম্পা মণ্ডল ও কাকলি ঘোষ বুধবার রাইপুর ব্লক তৃণমূল সভাপতি জগবন্ধু মাহাতোর কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। |
|
নিজস্ব সংবাদদাতা, বড়জোড়া: রহস্যজনক ভাবে বড়জোড়ার এক স্কুলছাত্রকে পানাগড় স্টেশন থেকে উদ্ধার করল জিআরপি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া ছাত্র শুভ্রদীপ কর্মকার বড়জোড়ার রায় কলোনির বাসিন্দা ও বড়জোড়া হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
শুভ্রদীপের বাবা শুভেন্দু কর্মকার বুধবার বলেন, “ছেলে মঙ্গলবার স্কুলে গিয়েছিল। তার পর আর বাড়ি ফেরেনি। আমরা বিকেলে বড়জোড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করি।”
|
বড়জোড়ার ছাত্র
উদ্ধার পানাগড়ে |
|
অধ্যাপককে হুমকির অভিযোগ |
টুকরো খবর |
|
বীরভূম |
মৃত ফরিদের বাড়ি গিয়ে
বিতর্কে তৃণমূল বিধায়ক |
অর্ঘ্য ঘোষ, লাভপুর: বিচারকের সামনে দাঁড়িয়ে তাকে অন্যতম প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত করেছিলেন কাটোয়া-ধর্ষণের অভিযোগকারিণী। পথ দুর্ঘটনায় সেই ফরিদ শেখের মৃত্যুর পরে তার বাড়ি গিয়ে ‘সান্ত্বনা’ দিলেন লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। অথচ গত বছর ২৫ ফেব্রুয়ারি আমোদপুর-কাটোয়া ছোট রেলে ওই গণধর্ষণে ফরিদের নাম ওঠার পরে এই মনিরুল ইসলামই বলেছিলেন, “ও আমাদের দলের সমর্থক কি না, জানা নেই।” |
|
সহায়ক স্কুল খুলে সংবর্ধিত পুলিশ কর্তা
|
অর্ঘ্য ঘোষ, নানুর: জনসংযোগ বাড়াতে ফুটবল প্রতিযোগিতা, কিংবা অনুষ্ঠানের আয়োজন করতে পুলিশকে মাঝে মধ্যে দেখা যায়। গতানুগতিক ওই বেড়া ডিঙিয়ে সন্ত্রাস রোধে শিক্ষা বিস্তারকে হাতিয়ার করে নজির গড়েছেন নানুরের ওসি চয়ন ঘোষ।
গাঁটের কড়ি খরচ করে তিনি স্কুলছুটদের জন্য খুলেছেন দু’টি ‘সহায়ক স্কুল’। ওই দু’টি স্কুল মিলিয়ে মোট ১৩৫ জন পড়ুয়া রয়েছে। তাদের পড়ানোর জন্য বেকার তিন যুবক-যুবতীকেও নিযুক্ত করেছেন ওসি। |
|
|
|
জাদুঘর থেকে
ভেষজ উদ্যান,
কী নেই চিনপাইতে |
|
সমস্যা মিটবে,
আশ্বাস আনকোরা
প্রার্থীদের |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|