খুনের দায়ে যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে জেঠতুতো দাদাকে খুনের দায়ে যাবজ্জীবন কারাবাসের সাজা হল ভাইয়ের। সাজাপ্রাপ্ত কৌশিক মাঝি বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার লছমনপুরের বাসিন্দা। মঙ্গলবার বাঁকুড়ার দ্রুত নিষ্পত্তি আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সুলগ্না ঘোষ দস্তিদার (চট্টরাজ) এই সাজা ঘোষণা করেছেন। সরকার পক্ষের আইনজীবী অমিয় চক্রবর্তী জানান, লছমনপুরেরই বাসিন্দা নীতেন মাঝিকে তাঁর খুড়তুতো ভাই কৌশিক ২০০৭ সালের ৯ অক্টোবর রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। সম্পত্তি নিয়ে উভয়পক্ষের বিবাদ চলছিল। ঘটনার দিন রাতেই নিহতের দাদা জিতেন্দ্রনাথ মাঝি স্থানীয় থানায় কৌশিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। গ্রেফতার হয় কৌশিক। যদিও পরবর্তীকালে সে জামিন পায়। ওই বছরের ৩১ ডিসেম্বর পুলিশ ঘটনার চার্জশিট জমা দেয়। মঙ্গলবার এই মামলার রায় দেয় আদালত। অমিয়বাবু বলেন, “খুনের দায়ে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড এবং নগদ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুবছর কারাবাসের সাজা দেওয়া হয়েছে।”
|
আজ জল ছাড়া হবে
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
মুকুটমণিপুর জলাধার থেকে ফের জল ছাড়া শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার সকাল থেকে। এই জল ছাড়া হলে দক্ষিণ বাঁকুড়ার কোনও ব্লকই প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন। তবে, কংসাবতী নদীর জল খাতড়ার কেচোন্দাঘাটে নিচু সেতুর উপর দিয়ে বইতে থাকবে। ফলে, খাতড়া থেকে সাহেববাঁধ হয়ে রানিবাঁধ ও রাইপুর যাওয়ার রাস্তা বন্ধ থাকবে। খাতড়ার মহকুমাশাসক শুভেন্দু বসু বুধবার রাতে বলেন, “ফের বৃষ্টি হওয়ায় মুকুটমণিপুর জলাধারের জলস্তর কিছুটা বেড়ে গিয়েছে। তাই বৃহস্পতিবার সকাল আটটা থেকে সাত হাজার কিউসেক হারে জল কংসাবতী নদীতে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সেচ দফতর। তবে এই জলে কোনও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই।”
|
পুরুলিয়ায় ফুটবল
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
সুব্রত মুখার্জী কাপ স্কুল ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পৌঁছল পুরুলিয়া জেলা স্কুল। অনূর্ধ্ব ১৭ বিভাগে সেমিফাইনালে বুধবার তারা ঝালদার কুটিডি উচ্চ বিদ্যালয়কে হারায়। এই বিভাগেরই অন্য ফাইনালিস্ট দল ন’পাড়া উচ্চ বিদ্যালয় পুরুলিয়া হিলভিউ মাঠের সেমিফাইনালে বলরামপুরের ফুলচাঁদ উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে পরাজিত করে। |