খেলা
এই ফেডেরার একেবারে অচেনা
জয়দীপ মুখোপাধ্যায়, উইম্বলডন:
এ যেন মহামারি। বুধবার সারা দিন অল ইংল্যান্ড ক্লাব জুড়ে শুধু এই গুঞ্জন। উইম্বলডনের প্রথম তিন দিনের মধ্যেই রাফায়েল নাদাল, রজার ফেডেরার, মারিয়া শারাপোভারা ছিটকে গেল! নাদালের নয় চোট ছিল, কিন্তু ফেডেরার? ঘর-বাড়ি বানিয়ে ফেলা সেন্টার কোর্টে এ ভাবে হারবে কেউ ভাবতে পেরেছিল? ম্যাচটা যাঁরা দেখেছেন তাঁরা অবশ্য বলবেন এটা হওয়ারই ছিল। আমি তাঁদের সঙ্গে একমত।
ফেডেরারের জুতো নিয়ে আপত্তি
নিজস্ব প্রতিবেদন:
জুতোর তলাটা গাঢ় কমলা রঙের। ব্যস, এতেই রক্তচক্ষু দেখাতে শুরু করলেন এসডব্লু১৯-এর কর্তারা। রজার ফেডেরারের কাছে বার্তা পৌঁছল, এমন ক্যাটক্যাটে রঙওয়ালা জুতো পায়ে অল ইংল্যান্ড ক্লাবের কোর্টে কিছুতেই নামা যাবে না। প্রথম রাউন্ডের ম্যাচে এই জুতোই পরে নেমেছিলেন ফেডেরার, যার ওপরটা সাদা হলেও শুকতলা একেবারে গাঢ় কমলা এবং তা বেশ চোখে পড়ার মতো। এখানেই আপত্তি উইম্বলডন কর্তাদের।
শারাপোভার সঙ্গে গ্ল্যামার বিদায় নিল, হয়তো গসিপও
গৌতম ভট্টাচার্য, উইম্বলডন:
সেরেনা উইলিয়ামস যখন বৃহস্পতিবার তাঁর সাংবাদিক সম্মেলন করতে আসবেন, তখন অবধারিত তাঁর জন্য একটা প্রশ্ন বিশ্ব মিডিয়া রেডি করে রাখবে। শুধু ব্রিটিশ প্রেস নয়। আপনার সঙ্গে বিতর্কই কি শারাপোভার ফোকাস নড়িয়ে দিয়েছিল? আরও একটা প্রশ্ন অবধারিত হবে। উইম্বলডনের এ বারের কোর্টগুলো কি সত্যিই খেলার অযোগ্য? আপনি কী মনে করেন?
অঘটনের দায় শুধু ঘাসের নয়
স্পেনের
তিকিতাকা
বনাম
ইতালির রক্ষণ
ক্লাব জোটের চাপ, আই লিগ আগের নিয়মেই
টুকরো খবর
অন্য মাঠে।
ম্যানগ্রোভ বাঁচানোর আন্দোলনে রোনাল্ডোর হাতে বেলচা। বালিতে। ছবি: এএফপি
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.