টুকরো খবর
রাজ্য মিটে ভাল ফল হাওড়ার
রাজ্য অ্যাথেলেটিক মিটে পঞ্চম স্থান পেল হাওড়া। প্রথম হয়েছে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় কলকাতার একটি ক্লাব, তৃতীয় হয়েছে নদিয়া। হাওড়া জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, এ বছর হাওড়ার ঝুলিতে এসেছে আটটি সোনা, পাঁচটি রূপো ও পাঁচটি ব্রোঞ্জ। পদক তালিকায় ভাল অবস্থান ছাড়াও দু’টি রেকর্ডও করেছে হাওড়া। শটপুটে চয়ন নন্দী (অনূর্ধ্ব ১৮ বিভাগ) ও ১৫০০ মিটার দৌড়ে শশীভূষণ সিংহ (অনূর্ধ্ব ১৮ বিভাগ) রাজ্য রেকর্ড ভেঙেছেন। হাওড়া জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেক বছর পর রাজ্য অ্যাথেলেটিক মিটে এত ভাল ফল করল হাওড়া। বিশেষ করে শশীভূষণ সিংহকে মিটে উপস্থিত পর্যবেক্ষকেরা রাজ্যের অন্যতম প্রতিশ্রুতিমান অ্যাথেলেটিক বলে জানিয়েছেন।”

হাঁটুতে চোট, চার মাস মাঠের বাইরে মনোজ
বাঁ হাঁটুর চোটে আগামী চার মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেলেন বাংলার মনোজ তিওয়ারি। যার মানে আগামী জুলাইয়ে ভারতীয় দলের সঙ্গে জিম্বাবোয়ে সফরে সম্ভবত যাওয়া হচ্ছে না তাঁর। কলকাতার ক্লাব কালীঘাটের ফুটবল সেশনের সময় বাঁ হাঁটুতে চোট পান মনোজ। কিন্তু সেই চোট যে এত গুরুতর হতে পারে, বোঝা যায়নি। চলতি বছরে এ নিয়ে দু’বার চোট পেলেন মনোজ। বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনাল ম্যাচে তাঁর কাঁধে লেগেছিল। আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে কয়েকটা ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি। আগামী ২৯ জুন মনোজকে চিকিৎসার জন্য ইংল্যান্ড পাঠাচ্ছে বোর্ড। তাঁর হাঁটুতে অস্ত্রোপচারও হতে পারে। ইংল্যান্ডে ড: অ্যান্ড্রু উইলিয়ামসের তত্ত্বাবধানে থাকবেন মনোজ। যিনি শোয়েব আখতার থেকে শুরু করে অ্যান্ড্রু ফ্লিনটফসবারই চিকিৎসা করেছেন।

তদন্ত দাবি করলেন বিন্দ্রা
শ্রীনিবাসনের বিরুদ্ধে আইসিসির গভর্নিং বডির নিয়ম ভাঙার অভিযোগ তুলে তদন্তের দাবি জানালেন প্রাক্তন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট আইএস বিন্দ্রা। লন্ডনে আইসিসির উদ্দেশে খোলা চিঠিতে বিন্দ্রা লিখেছেন, “আইসিসির নিয়মে রয়েছে ডিরেক্টররা ব্যক্তিগত স্বার্থে নিজের পদ ব্যবহার করতে পারবেন না।” এই নিয়ম ভাঙা হয়েছে কি না এই নিয়ে শ্রীনিবাসনের বিরুদ্ধে তদন্ত চান তিনি। পাশাপাশি বিন্দ্রা আইসিসির মুখপাত্রের সমালোচনা করেছেন যিনি এর আগে বলেছিলেন, বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানো শ্রীনির বার্ষিক বৈঠকে যোগ দেওয়া নিয়ে আইসিসির কোনও আপত্তি নেই। বিন্দ্রা লিখেছেন, “যতদিন না শ্রীনিবাসন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে মুক্ত বলে নিজেকে প্রমাণ করতে পারছেন এবং ভারতীয় বোর্ডের পদে ফেরত যাচ্ছেন, লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমীর শ্রীনিবাসনের বৈঠকে যোগ দেওয়া নিয়ে আপত্তি রয়েছে।”

পুরনো খবর:

নির্বাসিত ফেনারবাখ
ঘরোয়া লিগে ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকায় উয়েফা তুরস্কের ক্লাব ফেনারবাখ-কে দু’বছর এবং বাসিকটাস-কে এক বছর নির্বাসিত করল। এই শাস্তি পাওয়ায় এ মরসুমের চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় কোয়ালিফাইং রাউন্ডে ওঠা হল না ফেনেরবাখের। এই নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ থেকে সরে যেতে হল তুরস্কের এই ক্লাবকে।

তেভেজ জুভেন্তাসে
শেষ পর্যন্ত কার্লোস তেভেজকে ছেড়েই দিচ্ছে ম্যাঞ্চেস্টার সিটি। আর্জেন্তিনীয় তারকাকে ১০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে জুভেন্তাসের কাছে বিক্রি করার ব্যাপারে সিদ্ধান্ত পাকা সিটি কর্তাদের। এখনও ব্যক্তিগত কয়েকটি শর্ত মানা হয়নি বলে চূড়ান্ত চুক্তিতে কিছুটা দেরি হচ্ছে, তবে ম্যান সিটির আশা সব দ্রুত মিটে যাবে।

জামাইকার পথে
ত্রিদেশীয় সিরিজে খেলতে লন্ডন থেকে জামাইকায় উড়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ভারতীয় দল। রবীন্দ্র জাডেজা টুইট করেছেন, “জামাইকার পথে। সামনে নতুন মিশন। ইংল্যান্ডে দারুণ কাটল।” চোট পাওয়া ইরফান পাঠানের পরিবর্ত মহম্মদ সামিকে নিয়ে অশ্বিনের টুইট, “দলে যোগ দেওয়া নতুন স্পিড গানের সঙ্গে এ বার জামাইকা উড়ে যাওয়ার পথে।” সিরিজ শুরু ২৮ জুন।

যুব দাবায় আরণ্যকের রুপো
ইরানে এশীয় যুব দাবায় অনূর্ধ্ব-১০ বিভাগে রুপো জিতল সাউথ পয়েন্ট স্কুলের আরণ্যক ঘোষ। দিব্যেন্দু বড়ুয়া দাবা অ্যাকাডেমির ন’বছর বয়সি এই দাবাড়ুর এটাই প্রথম বিদেশ সফর। আরণ্যকের সংগ্রহ সাড়ে সাত পয়েন্ট। স্ট্যান্ডার্ড ক্যাটেগরিতে সেরা ভারত, প্রতিযোগিতায় জিতল ১১ সোনা, ৩ রুপো ও ৫ ব্রোঞ্জ।

মিকির মাতৃবিয়োগ
অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে ছিটকে যাওয়ার পর এ বার মাকেও হারালেন মিকি আর্থার। দীর্ঘদিন ধরেই আর্থারের মা ক্যানসারে ভুগছিলেন। মায়ের মৃত্যুর খবর শুনেই আর্থার বলেন, “পরিবারের জন্য সময়টা খুব খারাপ যাচ্ছে।”

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.