|
|
|
|
আইসিসি বৈঠকে হয়তো একাধিক বোর্ডকর্তা |
বিন্দ্রার তোপকে পাগলের প্রলাপ বললেন ডালমিয়া
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফের যুদ্ধ শুরু দুই প্রাক্তন বন্ধুর। জগমোহন ডালমিয়া বনাম ইন্দরজিৎ সিংহ বিন্দ্রা।
মঙ্গলবার তাঁর নিজস্ব ওয়েবসাইটে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডালমিয়াকে একহাত নিয়ে বিন্দ্রা লিখেছেন, “উনি এই অসাংবিধানিক পদটি নিয়ে প্রতিষ্ঠানের প্রতি অবিচার করেছেন।” রাতে ডালমিয়া বিন্দ্রার এই মন্তব্যকে রীতিমতো স্টেপ আউট করে উড়িয়ে দিয়ে বলেন, “এ সব পাগলের প্রলাপ।”
তাঁর ব্লগে এ দিন বিন্দ্রা লিখেছেন, “ভারতীয় বোর্ড পিছন দিকে হাঁটছে কি না জানি না, তবে ‘মিস্টার ইন্টেরিম প্রেসিডেন্ট’ এক সময় যে সংস্থাগুলির (আইসিসি ও বিসিসিআই) সর্বোচ্চ পদে ছিলেন, এই অসাংবিধানিক পদটি নিয়ে সেই সংস্থাগুলির প্রতি অবিচার করেছেন।”
যা শুনে সন্ধেয় ডালমিয়া বলেন, “ও সব পাগলের প্রলাপ। যা পারে বলুক। ওর কথায় গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই। এই ব্যাপারে কোনও মন্তব্যও করতে চাই না।”
শ্রীনিবাসনকেও একহাত নিয়ে বিন্দ্রা লিখেছেন, “বিতর্কটা থিতিয়ে গেলে ও আবার নিজের জায়গায় ফিরে আসবে। এখনও যা হচ্ছে, তা তো ওরই অঙ্গুলিহেলনে। তদন্ত কমিটি, নতুন সচিব, কোষাধ্যক্ষ এ সবই ওর বাছাই করা। আইসিসি-র বার্ষিক সভাতেও হাজির হবে ও।”
শ্রীনিবাসনের বিরোধী শিবিরের আর এক সরব সদস্য ললিত মোদীও এ দিন টুইট করেছেন, “শুনে অবাক হলাম যে, রাক্ষস শ্রীনি আইসিসি-র সাব কমিটির সভায় যোগ দেবে আর ওর রাবার স্ট্যাম্প জগ্গু সম্মেলনে।”
মঙ্গলবার সারা দিন অবশ্য এই তত্ত্বটি ঘোরাফেরা করল ক্রিকেটমহলে। ডালমিয়া বোর্ডের সিনিয়র কর্তাদের সঙ্গে আলোচনা করে তবেই এই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তাঁদেরই একজন প্রাক্তন বোর্ড সচিব নিরঞ্জন শাহ এ দিন বলেন, “শ্রীনিবাসনেরই লন্ডনের সভায় যাওয়া উচিত। উনি বোর্ডের বর্তমান কাজকর্মের সঙ্গে যথেষ্ট ওয়াকিবহাল। উনি থাকলে আইসিসি-র কাছে নিজেদের বক্তব্য তুলে ধরতে অনেক সুবিধে হবে। ডালমিয়া ওঁকে সঙ্গ দিতে পারেন।”
আইসিসি বৈঠক প্রসঙ্গে এ দিন ডালমিয়া অবশ্য বলেন, “কে কী বলছে আমি জানি না। পরশু (বৃহস্পতিবার) এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি প্রকাশ্যে কিছু না বললেও ডালমিয়ার ঘনিষ্ঠমহল মনে করছে, তাঁর আইসিসি বৈঠকে যাওয়াটা মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে। কারণ ১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিবসের অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে ইঙ্গিত দিয়েছেন ডালমিয়া। মনে করা হচ্ছে আইসিসি-র বৈঠক যেহেতু ২৫ থেকে ২৯ জুন পর্যন্ত চলবে, তাই ডালমিয়ার দেশে ফিরতে ১ বা ২ জুলাই হয়ে যেতে পারে।
আইসিসি বৈঠকে ভারতীয় বোর্ডের প্রতিনিধিত্ব নিয়ে অরুণ জেটলির সঙ্গেও একপ্রস্ত আলোচনা হয়েছে ডালমিয়ার। জেটলি এই মুহূর্তে লন্ডনেই আছেন, তাই ডালমিয়া তাঁকে অনুরোধ করেন আইসিসি বৈঠকে বোর্ডের প্রতিনিধিত্ব করতে। যে প্রস্তাব নিয়ে খুব একটা আগ্রহ দেখাননি জেটলি। বলেছেন, যেহেতু তিনি বোর্ডের ক্রিকেটীয় কাজকর্মের সঙ্গে সে ভাবে যুক্ত নন, তাই ডালমিয়া এলেই ভাল হয়। দরকারে তাঁরা দু’জনে বৈঠকে থাকবেন।
যা পরিস্থিতি, তাতে লন্ডনে আইসিসি বৈঠকে একাধিক বোডর্কর্তাকে হাজির হতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।
|
পুরনো খবর: ডালমিয়া কঠোর, জমি হারাচ্ছেন শ্রীনি |
|
|
|
|
|