৮ ময়ূর সম্বন্ধীয়, ময়ূরের।
৯ ব্যঙ্গে উপবাস, অনশন।
১০ গ্রাম বা সম্প্রদায়ের প্রধান
সংরক্ষক, ব্রাহ্মণ পদবি।
১১ কাঠ চেরাইয়ের যন্ত্র।
১২ চুল রং করার জিনিস।
১৪ ভারতের প্রাচীন
ব্যাধ জাতি।
১৫ ভৃত্য।
১৬ ছোট-বড় ভুল, ভুলভ্রান্তি।
১৭ ‘হে মোর—ভরিয়া এ দেহপ্রাণ’।
১৮ তখনকার, তত্কালীন।
২০ খোঁজখবর নেওয়া।
২২ সৃষ্টিকর্তা, ঈশ্বর।
২৪ শহুরে সুযোগ-সুবিধা সৃষ্টি।
২৬ ডাঁশ, বড় মশা।
২৭ উপকারপ্রাপ্ত।
২৮ মৌর্য বংশের তৃতীয় নৃপতি।
২৯ চাতাল, উঠোন।
৩০ রসযুক্ত, রসালো।
৩২ চিবানো হয়েছে
এমন, —চর্বণ।
৩৪ সুতির আলোয়ান।
৩৫ উত্তরাধিকারীগণ।
৩৬ পুরাণোক্ত অগ্নিমুখী সিন্ধুঘোটক। |
|
১ অকপট, স্নেহশীল।
২ ‘বাজে করুণ সুরে হায়
দূরে/ তব—পন্থবীণা’।
৩ সাহসযুক্ত, যে বিবেচনারহিত কাজ করে।
৪ পরলোক সংক্রান্ত ক্রিয়াদি করা।
৫ দাসত্ব স্বীকারের দলিল।
৬ ব্রজসুন্দরী, শ্রীরাধিকা।
৭ ক্ষতি করে এমন।
১৩ খেদোক্তি, বিলাপ।
১৬ বাহুবন্ধন, আলিঙ্গন।
১৮ হাজির হওয়ার নির্দেশ সংক্রান্ত।
১৯ নদীর জলে ধোয়া হয়েছে এমন।
২১ বিবরণ, বদন।
২২ অন্য দেশে বসবাস করা।
২৩ এই উচ্চাঙ্গ সংগীতশিল্পী প্রথমে ছিলেন বেতারে তবলাবাদক। সংগীতাচার্য, সংগীতরত্নাকর
ও সংগীতার্ণব উপাধি পেয়েছেন ।
২৫ সরকারি কর্মী।
২৬ ‘যখন—কানন ঘিরে/এক
কথা কয় ফিরে ফিরে’ (নাইবা এলে)।
২৮ শ্রীকৃষ্ণের হাতে নিহত কংসের
অনুচর এক অসুর।
২৯ বিরামহীন।
৩১ সর্বদা আনন্দময়।
৩৩ তলোয়ার। |