শেষ চারে যেতে আজ জয় চাই ব্রাজিল-ইতালির
জাপানের বিরুদ্ধে মাত্র একটা জয়েই পালটে গিয়েছে ছবিটা। যে নেইমারকে নিয়ে দিনকয়েক আগেও পত্র-পত্রিকায় ছিল চূড়ান্ত ব্যঙ্গ-বিদ্রুপ, জাপান ম্যাচের পর রিও, সাওপাউলো, রেসিফের খবরের কাগজগুলোয় সেই ফ্রেড-নেইমারদের নিয়েই বীরপুজো শুরু হয়ে গিয়েছে। স্কোলারির ছেলেদের উপর দেশের ফুটবল জনতার এই আস্থাই বুধবার রাতে এস্তাদিও কাস্তেলাও-এর মাঠে কিছুটা হলেও এগিয়ে রাখছে ব্রাজিলকে।
পওলিনহোদের দুই বিশ্বজয়ী কোচ জানেন, ব্রাজিলের সামনে মেক্সিকো অন্যতম বড় গাঁট। গত বছরের জুনেও মার্কিন মুলুকের টেক্সাসে ০-২ হারতে হয়েছে ব্রাজিলকে। অলিম্পিকেও এই মেক্সিকোর কাছেই হারতে হয়েছিল ১-২। সেই দলের আট ফুটবলার বুধবারও নামবেন মেক্সিকোর জার্সি গায়ে। তাই এ বার কিছুটা হলেও সতর্ক সেলেকাওরা।
যদিও দু’দলের মধ্যে মোট ২৩ সাক্ষাতে ১৪ বারই জিতেছে পেলে-জিকোদের দেশ। নেইমাররা জানেন, মেক্সিকোকে হারালেই জুটে যাবে শেষ চারের টিকিট। তবে জাপানকে হারিয়েও মেক্সিকোর বিরুদ্ধে নামার আগে রীতিমতো সমীহ ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভার গলায়। তিনি বলছেন, “মেক্সিকো কঠিন প্রতিপক্ষ। গত বছর অলিম্পিকে হারের ধাক্কা এখন অতীত। তবে এ বার ওদের দলে অভিজ্ঞ খেলোয়াড়ের সংখ্যা আরও বেশি। লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি।”

এ বার ইতালি। আবার নেইমারে ভরসা। ভার্গাস স্টেডিয়ামে প্র্যাক্টিসে। মঙ্গলবার। ছবি: এএফপি
জাপান ম্যাচে গোড়ালিতে হালকা চোট পেয়েছেন নেইমার। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের তথ্য অনুযায়ী, চোট তেমন গুরুতর নয়। দলের মেডিক্যাল সাপোর্ট স্টাফ ব্যস্ত নেইমারকে তরতাজা রাখতে। ফলে বুধবার ব্রাজিলের প্রথম দলে পরিবর্তনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে জাপানের বিরুদ্ধে পরিবর্ত নেমে শেষ মুহূর্তে গোল করে কোচ স্কোলারির নজরে পড়েছেন জো। মেক্সিকোর বিরুদ্ধে আক্রমণ ভাগে তাঁকে নেইমারের সঙ্গী হিসাবেই দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে হাল্ক কিংবা ফ্রেডের মধ্যে কেউ এক জন পরে নামবেন। যদিও মেক্সিকো ম্যাচের আগে নিজের দল প্রসঙ্গে স্কোলারির সাফ কথা, “ম্যাচের দিন সকালে ফুটবলারদের ফিটনেস দেখার পরেই চূড়ান্ত একাদশ গড়া হবে।”
শেষ চারে যেতে ব্রাজিলের মেক্সিকোর বিরুদ্ধে যেমন জয় চাই, তেমনই জেভিয়ার হার্নান্ডেজ-জিওভানি-গুয়ারদাদোদের কাছে এই ম্যাচ আবার ‘ডু-অর-ডাই’ পরিস্থিতি ডেকে এনেছে। বুধবার ব্রাজিলের কাছে হারলেই কনকাকাফ চ্যাম্পিয়নদের বিদায় নিতে হবে। মেক্সিকো কোচ হোসে ম্যানুয়েল দে লা তোরে তাই জোর দিচ্ছেন কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলেই। বলছেন, “জানি দেশের মাটিতে ব্রাজিলকে হারানো বেশ শক্ত। তবে আমরা হাল ছাড়ছি না।”
এই গ্রুপেরই অন্য ম্যাচে বুধবার রেসিফের এরিনা পারনামবুকোয় লড়াই দুই নীল দলের। ব্লু সামুরাই বনাম আজুরি। জাপান বনাম ইতালি। সেমিফাইনালে যেতে গেলে সিজার প্রান্দেলির দলকে যেমন জিততে হবে, তেমনই টুর্নামেন্টে টিকে থাকতে গেলে হারা চলবে না কাগাওয়া, হোন্ডাদের। দু’দলের কোচই ইতালীয়। সিজার প্রান্দেলি বনাম আলবার্তো জাকেরোনি। সেই ফ্যাক্টর মাথায় রেখেই প্রান্দেলি বলছেন, “আলবার্তো ইতালীয়দের ফুটবলটা জানে। সেটাই চাপের। তা ছাড়া এক দিন বেশি বিশ্রাম পাওয়ায় জাপান বেশ চনমনে মেজাজেই খেলতে নামবে। নতুন চ্যালেঞ্জ সামলানোর অপেক্ষায় রইলাম।”

ট্রাক চালকের গোল
পেশায় তিনি ট্রাক চালক। কিন্তু তাঁর নাম ঢুকে গিয়েছে ফুটবলের ইতিহাসে। সোমবার রাতে কনফেডারেশন কাপে নাইজিরিয়ার কাছে ৬-১ হারলেও, গোল করে ঐতিহাসিক নজির গড়লেন তাহিতির ট্রাক চালক জনাথন তেহাউ। ম্যাচের ৫৪ মিনিটে কর্নার থেকে গোলদাতা তেহাউ বলেন, “ব্রাজিলের মাঠে গোল করতে পেরে আমি সত্যিই গর্বিত। স্বপ্ন সার্থক।”

ইউরোপ সেরা হল
স্পেনের যুব দলও
ঠিক যেন ইউরো ফাইনালের রিপ্লে। গত বছর ইউরো ফাইনালে ইতালিকে ৪-০ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জাভি-ইনিয়েস্তাদের স্পেন। এক বছর বাদে অনূর্ধ্ব ২১ ইউরোতে বার্সেলোনা তারকা থিয়াগো আলকানতারার হ্যাটট্রিকের সৌজন্যে সেই ইতালিকে ৪-২ হারিয়ে চ্যাম্পিয়ন হল স্পেনের যুব দল। জেরুসালেমের টেডি স্টেডিয়ামে মার্কো ভেরাত্তি, ফাবিও বোরিনির মতো তরুণ তারকাদের নিয়ে প্রথম দল সাজিয়েছিলেন ইতালি কোচ ডেভিস মাঙ্গিয়া। অন্য দিকে মালাগার উঠতি তারকা ইস্কো সহ রিয়ালের মোরাটা ও বার্সেলোনার টেলোকে নিয়ে প্রথম দল গড়েন জুলিয়েন লোপেটেগুই। প্রথমার্ধের শুরুতেই আলভারো মোরাটার পাসে আলকানতারা গোল করে স্পেনকে ১-০ এগোয়। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই স্পেন গোলকিপার ডেভিড ডে গিয়ার মাথার ওপর দিয়ে বল ‘লুপ’ করে ম্যাচে ইতালির সমতা ফেরায় জেনোয়ার সিরো ইমমোবাইল। কিন্তু ৩১ মিনিটে আলকানতারার গোলে ২-১ এগোয় স্পেন। প্রথমার্ধের শেষে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করেন আলকানতারা। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে আবার পেনাল্টি থেকে ইস্কো গোল করে ৪-১ করেন। ম্যাচের শেষের দিকে ইতালির ফাবিও বোরিনি গোল করলেও, কোনও অলৌকিক প্রত্যাবর্তন ঘটে না।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.