মায়ামিতে সমুদ্রের ধারে জনপ্রিয় কার্টুন চরিত্র ‘জনি ব্র্যাভো’র আদলে পোজ দিচ্ছেন তিনি। রাস্তায় দাঁড়িয়ে ভক্তদের ছবি তোলার আব্দার মেটাচ্ছেন। মরসুম শেষে মায়ামির শান্ত পরিবেশের মধ্যে ছুটি কাটালেও, ফুটবলের দলবদল বাজারে এখন দুই ক্লাবের একটাই প্রত্যাশা চুক্তিপত্রে তাঁর একটা সই। তিনি আর কেউ নন, পর্তুগালের ‘পোস্টার বয়’ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুই ক্লাব অবশ্যই রিয়াল মাদ্রিদ এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রোনাল্ডো যদি রিয়ালেই থেকে যান, তা হলে তাঁকে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার করতে চলেছে রিয়াল মাদ্রিদ। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর, সিআর সেভেনকে রিয়ালে রাখতে ১৫৫ মিলিয়ন পাউন্ড দিতে রাজি আছেন ক্লাব প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজ। এমনকী রোনাল্ডোর চাওয়া সাপ্তাহিক বেতনের আর্জিও মেটাতে রাজি আছেন পেরেজ। ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তাঁকে টপকাতে না পারলেও, নতুন চুক্তিতে সই করলে আর্থিক ভাবে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে টপকে যাবেন রোনাল্ডো। বার্সেলোনায় মেসির বার্ষিক আয় ১৩ মিলিয়ন পাউন্ড। নতুন চুক্তিতে সই করলে কর ছাড়া রোনাল্ডোর বার্ষিক আয় দাঁড়াবে ১৫ মিলিয়ন পাউন্ড। রোনাল্ডোকে বের্নাবৌতে রাখতে তাঁর এজেন্টের সঙ্গে আগাম কথাও সেরে নিয়েছেন ক্লাব কর্তারা। জুন থেকে দলবদলের বাজারে সবচেয়ে আলোচ্য বিষয় ছিল রোনাল্ডোর ভবিষ্যৎ। ম্যাঞ্চেস্টার তাঁকে সই করানোর ইচ্ছাপ্রকাশ করার পরে আরও জলঘোলা হয় রোনাল্ডোর ভবিষ্যত নিয়ে। ইতিমধ্যে নিজের ফেসবুক প্রোফাইলে রোনাল্ডো জানান যে, রিয়ালে নতুন চুক্তি সই করার সব খবর মিথ্যে। কিন্তু স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর, গত বছর তিনি রিয়ালে খুশি নন বললেও আগের থেকে এখন পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। যার প্রমাণ ফের পাওয়া যায় রাশিয়া ম্যাচের পর যখন রোনাল্ডো বলেন, “আমি রিয়ালে কারও সঙ্গে কথা বলিনি। যদিও আমি চিন্তিত নই কারণ নতুন চুক্তি সই করার ক্ষেত্রে কোনও সমাধানসূত্রে ঠিকই পৌঁছব।” কিন্তু রিয়াল চুক্তি সই করলে স্পেনের আয়কর নিয়ে নতুন আইন অনুযায়ী নিজের বেতন থেকে ৫২ শতাংশ কর দিতে হবে রোনাল্ডোকে। সিআর সেভেন যখন প্রথম স্পেনে আসেন তখন নিয়ম ছিল যে বিদেশীরা যাঁরা দশ বছরের কম স্পেনে আছেন আর ১২০ মিলিয়ন পাউন্ডের উপর আয় করেন, তাঁদের কম কর দিতে হবে। কিন্তু নতুন করের নিয়ম ছাড়াও রোনাল্ডোর রিয়াল চুক্তিতে সই করার রাস্তায় আর এক বাধা হতে চলেছে তাঁর ‘ইমেজ রাইটস’। রোনাল্ডোর ইমেজ রাইটসে ‘থার্ড পার্টি ওনারশিপ’ থাকার জন্য রিয়ালকে আরও কিছু টাকা দিতে হবে তাঁর এজেন্ট জর্গ মেন্ডেসের কম্পানি ‘গেস্টিফিউট’কে।
|
টাকার খেলা |
|
ডেভিড বেকহ্যাম
(২০১২-১৩ মরসুমের চুক্তি)
ক্লাব - প্যারিস সাঁ জাঁ
আয়- ১৭৫ মিলিয়ন পাউন্ড। |
|
|
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
(২০০৯ থেকে চুক্তি)
ক্লাব - রিয়াল মাদ্রিদ
আয় - ১১২ মিলিয়ন পাউন্ড। |
কাকা
(২০০৯ থেকে চুক্তি)
ক্লাব - রিয়াল মাদ্রিদ
আয় - ৬৬.৫ মিলিয়ন পাউন্ড। |
|
|
লিওনেল মেসি
(২০১৩ থেকে নতুন চুক্তি)
ক্লাব - বার্সেলোনা
আয় - ১১৫.৫ মিলিয়ন পাউন্ড। |
রোনাল্ডিনহো
(২০১২ থেকে চুক্তি)
ক্লাব - আটলেটিকো
মিনেইরো আয় - ৬৩ মিলিয়ন পাউন্ড। |
|