সুইং বনাম স্ট্রোক প্লে
(ইংল্যান্ড : দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল, ওভাল) |
ইংল্যান্ড |
শক্তি |
বোলিং
অ্যান্ডারসন-ব্রডদের পেস ও রিভার্স সুইং।
সোয়ান ফিরে এলে বিশ্বমানের অফ স্পিন। |
ব্যাটিং
ওপেনিংয়ে কুক-বেলের নির্ভরতা।
ফিনিশার হিসাবে রবি বোপারার ফর্ম। |
দুর্বলতা |
বোলিংয়ে বৈচিত্র কম। পার্টটাইম পঞ্চম বোলার।
মিডল অর্ডারে ভাল হার্ড হিটারের অভাব। |
দলে বদল
ব্রেসনানের জায়গায় হয়তো ফিন। |
এক্স ফ্যাক্টর
পেসারদের রিভার্স সুইং। |
|
দক্ষিণ আফ্রিকা |
শক্তি |
বোলিং
স্টেইন ফিরলে নতুন বলে
বিশ্বসেরা
ফাস্ট বোলার।
ম্যাকলারেনের ভাল ডেথ বোলিং। |
ব্যাটিং
ডেভিলিয়ার্স, দু’প্লেসি, মিলারের
মতো
মারকুটে মিডল অর্ডার। লোয়ার অর্ডারে
পিটারসেনের মতো অলরাউন্ডার।
|
দুর্বলতা |
ওপেনিং জুটি দাঁড়াচ্ছে না।
ভাল স্পিনারের অভাব।
|
দলে বদল
স্টেইন না খেললে ক্লেইনভেল্ট বা ফ্যাংসিও। |
এক্স ফ্যাক্টর
ডে’ভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিং। |