হোম-অ্যাওয়ে নিয়মে ফেড কাপ হবে মেনে নিলেও, দু’ভাগে ভাগ করে কনফারেন্স মডেলে আই লিগ করতে রাজি হল না ক্লাব জোট। বুধবার পুরনো মডেলেই আই-লিগ করার জন্য অনড় থেকে ফেডারেশনের উপর এমন চাপ তৈরি করল জোট যে, কার্যত তা মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না সর্বভারতীয় ফুটবল সংস্থার কর্তাদের। সভায় সাসপেন্ড থাকা মোহনবাগান ছাড়া সব ক্লাবের প্রতিনিধিই উপস্থিত ছিলেন।
খরচ কমানোর জন্য আই লিগ নতুন কাঠামোয় ১৪ টি দলকে ভাগ করে লিগ খেলাতে চাইছিল ফেডারেশন। জোট জানিয়ে দিল, পুরানো নিয়মে লিগ করতে হবে। সে জন্য কিছু টাকা দিতে রাজি তারা। আই-লিগ কনফারেন্স মডেলে করার সিদ্ধান্ত নিয়েছিল ফেডারেশনের জরুরি কমিটি। পরিবর্তিত পরিস্থিতিতে ক্লাব জোটের নতুন প্রস্তাব বিবেচনা করে দেখার জন্য তাই সরকারি সিলমোহরের জন্য তা ফিরে গেল জরুরি কমিটির কাছেই। আই-লিগের ক্লাবগুলি নিজেদের মধ্যে ঠিক করেছে যে প্রত্যেকেই যাতায়াতের খরচ বাবদ ১০ লাখ টাকা করে দেবে। অর্থাৎ প্রতি বছর আসা-যাওয়ার খরচ বাবদ এখন থেকে ৫০ লাখের বদলে ৪০ লাখ টাকা ক্লাবগুলিকে দেবে ফেডারেশন। পৈলান অ্যারোজ লিগে খেলবে কি না এবং কটা দল নিয়ে এ বারের আই-লিগ হবে সেটা নিয়েও আজ সিদ্ধান্ত হল না। পৈলানের কাছে গ্যারান্টি মানি চেয়েছে ফেডারেশন।
জাতীয় দলের টিডি রব বানের পরামর্শ মেনে পরের বছরের আই-লিগ থেকে (২০১৪-১৫) টেকনিকাল ডিরেক্টরদেরও এ-লাইসেন্স লাগবে। লাইসেন্সহীন কেউই আর বিজার্ভ বেঞ্চে বসতে পারবেন না এবং যেতে পারবেন না ড্রেসিং রুমে। ফলে নতুন নিয়মে ২০১৪-১৫ মরসুম থেকে সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য, বিমল ঘোষরা আই লিগের কোনও ক্লাবের কোচিংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। ফেডারেশনের নতুন নিয়মে ২০১৭ থেকে প্রো-লাইসেন্স ছাড়া আই-লিগের কোনও ক্লাবে কোচিং করাতে পারবেন না কোনও কোচই। আইএমজি-রিলায়্যান্সের প্রস্তাবিত ফুটবল আইপিএলে খেলোয়াড় ছাড়া হবে না সিদ্ধান্ত নিয়েছিল ক্লাবজোট। সে ব্যাপারে এ দিনের সভায় কোনও কথা বলেননি আইএমজি-র প্রতিনিধি প্রীতি শ্রীবাস্তব। বলেছেন “আইপিএল নিয়ে আমরা এখনও পুরোপুরি তৈরি নয়। সব ঠিক হওয়ার পর এ ব্যাপারে আমরা আলাদা ভাবে বসব আই-লিগের ক্লাবকর্তাদের সঙ্গে।” সম্ভবত ৫ অক্টোবর থেকে শুরু হবে ফেড কাপ। ক্লাবজোট এ দিন ফেডারেশনের কাছে প্রস্তাব দেয় যে আই-লিগের দ্বিতীয় ডিভিসনের এক জনের বদলে দু’জন করে বিদেশি যাতে খেলতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে। সেই প্রস্তাব গ্রহণ করেছে ফেডারেশন।
এ দিকে, ময়দানে গুঞ্জন, রহিম নবিকে ফের খেলতে দেখা যেতে পারে ইস্টবেঙ্গলে। নবি আইএমজি-র সঙ্গে চুক্তিবদ্ধ হলেও ইস্টবেঙ্গলে খেলার সুযোগ পেলে ফুটবলের আইপিএল থেকে সরে আসতে পারেন।
|
করিমকে রেহাই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
করিম বেঞ্চারিফাকে রেহাই দিল আইএফএ। কলকাতা লিগে প্রয়াগ ইউনাইটেড-মোহনবাগান ম্যাচে রেফারির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন মরক্কান কোচ। আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটি করিমকে শো কজ করে। করিম নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন। বুধবারের সভায় তাই তাঁকে সতর্ক করে ছেড়ে দিল শৃঙ্খলারক্ষা কমিটি। তবে আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ‘অসম্মান জনক’ মন্তব্য করার জন্য দুই ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য ও আলোকেশ কুন্ডুকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে শৃঙ্খলারক্ষা কমিটি। |