|
|
|
|
ইউরোপীয় মডেলে এ বার একই সঙ্গে আই লিগ-ফেড কাপ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফুটবল আইপিএলে ডেভিড বেকহ্যাম, থিয়েরি অঁরিদের মতো বিশ্ব-তারকাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অথবা আইকন ফুটবলার হিসাবে চাইছে আইএমজি-রিলায়্যান্স।
সোমবার রাতে ফেডারেশনের জরুরি সভায় উদ্যোক্তাদের পক্ষ থেকে যে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, আটটি দলেই বেকহ্যাম-অঁরিদের মতো তারকা ফুটবলারদের রাখার চেষ্টা হচ্ছে। সেখানেই জানিয়ে দেওয়া হয়, প্রত্যেকটি দলে মোট বাইশ জন ফুটবলার থাকবে। তাতে ১১ জন বিদেশি এবং ১১ জন ভারতীয় ফুটবলার থাকবে। মাঠে প্রথম একাদশে থাকবে ৬ জন বিদেশি, পাঁচ জন ভারতীয়। পরের বছর ১৫ জানুয়ারি থেকেই ফুটবলের আইপিএল চালু করতে চায় রিলায়্যান্স। চলবে মার্চ মাস পর্যন্ত। ছ’শো কোটি টাকার এই টুর্নামেন্টে সুনীল ছেত্রী, রহিম নবি, গৌরমাঙ্গী সিংহ, সুব্রত পালের মতো জাতীয় দলের কিছু ফুটবলারকে আটটি দলের আইকন করা হবে। কিন্তু তাঁরা যে টাকা দাবি করতে শুরু করেছেন, তা দেখে অবাক রিলায়্যান্স লিগের কর্তারা। শোনা যাচ্ছে, ভারত অধিনায়ক সুনীল ছেত্রী এক কোটি তিরিশ লাখ টাকা দর হেঁকেছেন।
ফুটবল আইপিএলের ফলে দেশের সেরা দু’টো টুর্নামেন্টের আকর্ষণ যাতে নষ্ট না হয় সে জন্য আই লিগ এবং ফেড কাপের কাঠামো বদলে ফেলেছে ফেডারেশন। সোমবার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। খেলাও হবে ইউরোপের মডেল অনুসরণ করে। আই লিগ এবং ফেডারেশন কাপ একই সঙ্গে চলবে। সপ্তাহের শেষ দু’দিন হবে আই লিগ। বুধ-বৃহস্পতিবার হবে ফেড কাপ। যেমন হয় ইংলিশ প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ।
কিন্তু কবে শুরু হবে দু’টি টুর্নামেন্ট অগস্টে না সেপ্টেম্বরে তা এখনও ঠিক করতে পারেনি ফেডারেশন। সাফ কাপ সেপ্টেম্বরের শেষে হলে অগস্টের শুরুতে শুরু হবে দু’টি টুর্নামেন্ট। আর সাফ কাপ যদি সেপ্টেম্বরের শুরুতে হয়, তা হলে টুর্নামেন্ট শেষ হওয়ার পর হবে দু’টি টুর্নামেন্ট। আই লিগের সিইও সুনন্দ ধর দিল্লি থেকে ফোনে বললেন, “সাফ গেমসের উপর নির্ভর করছে সব কিছু। দু’টো আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের তারিখও পাওয়া গিয়েছে সেপ্টেম্বরের শুরুতে। ফলে সাফ ও আন্তর্জাতিক ম্যাচের জন্য জাতীয় দলের শিবির ডাকতে হবে। সেগুলো দেখেই আই লিগ ও ফেড কাপের সূচি তৈরি করব।”
আই লিগকে দুটো গ্রুপে ভাগ করা হবে এবং ফেডারেশন কাপ হবে হোম-অ্যাওয়ে ভিত্তিতে। আই লিগ হবে ১৪ দলের। ফেডারেশনের দল অ্যারোজকে আর পৈলান স্পনসর করবে না ধরে নিয়েছেন ফেডারেশন কর্তারা। ফলে তাঁরা ঠিক করেছেন আই লিগের পূর্বাঞ্চল গ্রুপে খেলবে কলকাতার চারটি ক্লাব, উত্তর পূর্বাঞ্চলের দু’টি দল এবং বেঙ্গালুরুর জিন্দাল গ্রুপের নতুন ফ্র্যাঞ্চাইজি টিম। পশ্চিমাঞ্চল গ্রুপে খেলবে গোয়ার চারটি দল, মুম্বইয়ের নতুন ফ্র্যাঞ্চাইজি দল মুম্বই টাইগার্স-সহ দু’টি দল এবং পুণে এফসি। হোম-অ্যাওয়ে খেলার পর দু’টি গ্রুপ থেকে চারটি করে মোট আটটি দল উঠবে চূড়ান্ত পর্বে। সেখানে আবার হোম-অ্যাওয়ে ভিত্তিতে লিগ হওয়ার পর ঠিক হবে চ্যাম্পিয়ন।
|
|
|
|
|
|