উত্তরবঙ্গ |
মালদহে স্কুলছাত্রীকে ডাস্টার দিয়ে মার, অভিযুক্ত শিক্ষক |
|
নিজস্ব সংবাদদাতা, মালদহ: ক্লাসে অন্যমনস্ক হয়ে পড়েছিল নবম শ্রেণির এক ছাত্রী। এক শিক্ষক তখন সোনালী পাণ্ডে নামে ওই ছাত্রীকে ডেকে তার মাথা ও পিঠে ডাস্টার দিয়ে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ ওই ছাত্রীকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সোনালীকে রবিবার রাতে কলকাতায় এসএসকেএম হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে পাঠানো হয়েছে। |
|
অরিন্দম সাহা, দিনহাটা: পঞ্চায়েত ভোট কবে হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তার মধ্যেই পুরোদমে পঞ্চায়েত নির্বাচনের প্রচার করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। রবিবার বিকালে কোচবিহারের দিনহাটা মহকুমার শালমারা হাইস্কুল চত্বরে একযোগে পাঁচটি পানীয় জল প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি একটি প্রকল্পের শিলান্যাস করেন সুব্রতবাবু। অনুষ্ঠানে পঞ্চায়েত ভোটের প্রচারই তাঁর বক্তব্যে উঠে আসে। |
উদ্বোধন ৫টি
জলপ্রকল্পের |
|
চড়া গরমে জলকষ্ট, ক্ষতি চাষে |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
শিলিগুড়িতে ধৃত কর্মীর মায়ের দেহ নিয়ে ‘মিছিল’ সিপিএমের |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: সিপিএম-তৃণমূল সংঘর্ষের ঘটনায় ধৃত অমিত দে-র মা বাণীদেবীর হৃদরোগে মৃত্যুর ঘটনাকে সামনে রেখে শহরে ‘শোক মিছিল’ করল সিপিএম। রবিবার বিকেল সাড়ে ৩টে থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে শিলিগুড়িতে ওই শোক মিছিল হয়। কিন্তু শনিবারই প্রাক্তন পুরমন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য ঘোষণা করেছিলেন, শহরের রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি শান্ত না-হওয়া পর্যন্ত তাঁরা প্রকাশ্যে কোনও মিটিং-মিছিল করবেন না। |
|
জয়িতা সরকার, শিলিগুড়ি: প্রথম উদ্বোধন, ১৯৯৯ সালে। উদ্বোধক, তৎকালীন বাম আমলের রাজ্য মহিলা কমিশনের সভানেত্রী বেলা দত্তগুপ্ত। যদিও এক দশকের বেশি সময় ধরে আবাসিকহীন ছিল কর্মরতা মহিলাদের জন্য তৈরি শিলিগুড়ির পুর এলাকার ডাবগ্রামের এই আবাসনটি। রাজ্যে পালাবদলের পরে দ্বিতীয়বার ভবনটির উদ্বোধন হয়েছে গত বছর ফেব্রুয়ারি মাসে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে ভবনটিকে যুব আবাস হিসাবে উদ্বোধন করেন রাজ্য সরকারের যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস। |
দু’বার উদ্বোধন সার,
খালি পড়ে মহিলা আবাসন |
|
ব্যবস্থা নিতে নির্দেশ বিডিওকে |
|
টুকরো খবর |
|
উত্তরের চিঠি |
|
|
বর্ষবিদায়, বরণ ১৪২০ |
|
|