টুকরো খবর
আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ
কিশোরী পরিচারিকাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ উঠল দার্জিলিং সদরের শিশুকল্যাণ প্রকল্প আধিকারিকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ছিরিং ডোমা ভুটিয়া নামে ওই আধিকারিক পলাতক বলে পুলিশ জানিয়েছেন। রবিবার পর্যন্ত তাকে ধরা যায়নি বলে জানিয়েছেন দার্জিলিঙের পুলিশ সুপার কুনাল অগ্রবাল। গত ৫ এপ্রিল দার্জিলিং সদরের শিশু কল্যাণ আধিকারিক ছিরং ডোমা ভুটিয়ার আবাসনের শৌচাগার থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই পরিচারিকা ফু ডিকি শেরপার (১৫) মৃতদেহ। প্রাথমিকভাবে পুলিশ বিষয়টিকে আত্মহত্যার ঘটনা ধরেই তদন্ত শুরু করেছিল। পরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি নিজেরা তদন্ত করে ও আশপাশের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ছিরিং ডোমা ভুটিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, গত ১০ বছর যাবৎ ছিরিঙের বাড়িতে কাজ করত ফু ডিকি। ৫ বছরে পড়াশোনা করানোর কথা বলে ওই আধিকারিক ফু ডিকিকে নিয়ে আসেন বলে মৃতার বাবা পূরণ শিরিং শেরপা পুলিশকে জানিয়েছে। চাইল্ড ওয়েলফেয়ার সমিতির অভিযোগ, ফু ডিকিকে নিয়মিত মারধর করত ছিরিং।

উত্তর-পূর্ব সফরে প্রণব
১৬ এপ্রিল গ্যাংটক যাচ্ছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। একটি নতুন বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যাবেন তিনি। রবিবার এ’খবর জানিয়েছেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার। এর পাশাপাশি সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিঙের সঙ্গেও সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর তার এই প্রথম উত্তর পূর্ব ভারত সফর। তিনি ১৫ এপ্রিল ইম্ফলে যাবেন সেখানে একটি সঙ্ঘের সমাবতর্ন অনুষ্ঠানে যোগ দিতে। তার আগে সংক্ষিপ্ত সফরে অসম, নাগাল্যান্ডেও যাবেন তিনি। ১৭ এপ্রিল গ্যাংটক থেকে সড়ক পথে বাগডোগরা বিমান বন্দর থেকে বিশেষ চার্টার্ড বিমানে প্রণববাবুর দিল্লি ফেরার কথা রয়েছে বলে এ দিন শঙ্করবাবু জানিয়েছেন।

শিক্ষা-কর্মশালা
আধুনিক রসায়নের বিভিন্ন দিক নিয়ে কর্মশালা হল সিকিম গভর্নমেন্ট কলেজে। দিল্লির ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমি, বেঙ্গালুরুর ইন্ডিয়ান অ্যাকাডেমি অব সায়েন্স এবং এলাহাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সের সহায়তায় ১২ এবং ১৩ এপ্রিল দু’দিন ব্যাপী ওই কর্মশালা হয়। সিকিম গভর্নমেন্ট কলেজের রসায়ন বিভাগ প্রধান ভাস্কর চক্রবর্তী জানান, জীববিজ্ঞানের সঙ্গে রসায়নের সম্পর্ক, আবিষ্কার করা নতুন যৌগের ধর্ম-সহ নানা বিষয়ে আলোচনা হয়। রসায়নের গবেষকরা তাঁদের নতুন গবেষণা নিয়ে আলোকপাত করেন। রিসার্চ স্কলার, গবেষকেরা মিলিয়ে অন্তত ২০০ জন উপস্থিত ছিলেন।

দুর্ঘটনায় জখম তিন
মোটরবাইক ও সাইকেলের মুখোমুখি ধাক্কায় এক মহিলা-সহ জখম হল তিন জন। শিলিগুড়ির কাছে নিউ জলপাইগুড়ি ফাঁড়ি এলাকার চুনাভাটির ঘটনা রবিবার সন্ধ্যায়। পুলিশ যাওয়ার আগেই তিন জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভোট প্রস্তুতি
এক সপ্তাহে ব্লক কমিটিকে পঞ্চায়েতের প্রার্থী তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন জেলা কংগ্রেস নেতৃত্ব। রবিবার আলিপুরদুয়ারে দলের মহকুমা স্তরের বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এ দিন বৈঠকে জেলা কংগ্রেস সভাপতি মোহন বসু এবং প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.