উত্তর দিনাজপুরের গোয়ালগছে এক সিপিএম কর্মীর উপরে হামলা করার অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। শনিবার রাতে ইসলামপুর থানার গোয়ালগছ এলাকার এক হাট থেকে বাড়ি ফেরার পথে মহম্মদ আবুল নামে এক ব্যক্তিকে তৃণমূলের সমর্থকেরা মারধর করে। আবুল সিপিএম করেন বলেই তাঁর ওপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। রাতে জনা কয়েক দুষ্কৃতী আবুলকে ঘিরে ধরে লাঠি পেটা করে বলে অভিযোগ। তিনি পালানোর চেষ্টা করায় তাকে লক্ষ করে বোমাও ছোড়া হয় বলে থানায় অভিযোগ করা হয়েছে। হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বসানো হয়। এ দিন এসডিপিও সুবিমল পাল বলেছেন, “এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রবিবারও পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।” সিপিএম এর ইসলামপুর জোনাল কমিটির সম্পাদক স্বপন গুহনিয়োগী বলেন, “আবুল আমাদের সক্রিয় কর্মী। পরিকল্পনা করেই তাঁর ওপরে হামলা করা হয়েছে। পুলিশকে আগে থেকে এ নিয়ে সর্তক করা হয়েছিল।” তৃণমূল নেতাদের দাবি, হামলার ঘটনায় দলের কেউ যুক্ত নেই। তৃণমূলের ইসলামপুর ব্লক কমিটির সদস্য জাভেদ আখতার বলেন, “ওই ঘটনায় আমাদের কেউই যুক্ত নন।”
|
থানার কাছেই দুই সিপিএম নেতাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘোসকাডাঙার কাছে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই দুই নেতার নাম জনাব আলি ও নারায়ণ সরকার। এদের মধ্যে জনাব আলি সিপিএমের জেলা কমিটির সদস্য। নারায়ণবাবু জেলা সম্পাদকমন্ডলীর সদস্য। গত শনিবার রাতে এলাকায় দলীয় অফিস ভাঙচুর করা নিয়ে তাঁরা ঘোকসাডাঙা থানায় অভিযোগ জানাতে যান। বার হওয়ার সময় তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। জনাব আলি জেলা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। নারায়ণবাবুকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।
|
বর্ষ শেষের উৎসবে মাতল ডুয়ার্স। চৈত্রের শেষে জঙ্গলে শাল গাছগুলিতে নতুন ফুল এসেছে। তা নতুন প্রজন্মের বার্তা দেয়। এই বার্তা ঘিরেই উৎসবে মেতেছে আদিবাসী সমাজ। উৎসবের নাম সরহুল। শালগাছকে ঘিরেই এই উৎসব, পুজো। পুরো একমাস ধরেই শালগাছে যত দিন ফুল থাকবে তত দিন উৎসব চলবে। নাগরাকাটার কুর্তি চা বাগানে রবিবার দিনভর সরহুল উৎসবে মাতেন আদিবাসীরা। মাদল, নাগাড়ার ছন্দে নৃত্যের অনুষ্ঠান হয়।
|
রবিবার ভোরে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার মাদারিপুরে পিক আপ ভ্যান উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম নরেশ শাহ (৪২)। তিনি বিহারের মুজাফ্ফরপুর এলাকার বাসিন্দা। মৃত ব্যক্তি মাছ ব্যবসায়ী, তিনি পিক আপ ভ্যানে মাছ নিয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন। মাদারিপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ওই ভ্যানটি নিয়ন্ত্রণ হারায় যায় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
|
বেলাইন হলেও বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গৌড়লিঙ্ক এক্সপ্রেসের ইঞ্জিন। রবিবার বিকালে ঘটনাটি ঘটে বালুরঘাট রেল স্টেশনে। এদিন ইঞ্জিনটি গৌড়লিঙ্ক এক্সপ্রেসের সঙ্গে জুড়ে বিকাল ৫টা ৫মিনিট নাগাদ মালদহ স্টেশনে রওনা হওয়ার আগে ঘোরানো হচ্ছিল। সেই সময় ইঞ্জিনটি গার্ডওয়াল ভেঙে লাইনের শেষ মাথায় গিয়ে ঝুলে পড়ে। রেল সূত্রের খবর, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে ঘটনাটি ঘটে।
|
রবিবার সকালে ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম মহম্মদ সুলেমান (৩৮)। মৃতের বাড়ি ইসলামপুর থানার ধনতলার কাছনা এলাকাতে, তাঁর বিরুদ্ধে চুরি, ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তের পর পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির বুকের ডান দিকে গুলি করা হয়েছে। কী ধরণের বন্দুক থেকে গুলি করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
|
বালুরঘাটে ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় দুষ্কৃতীদের ব্যবহৃত বাইক আটক করে রবিবার পুলিশ ২ জনকে ধরল। ধৃতরা হলেন গোপাল মাহাতো এবং তার শ্যালক তাপস মণ্ডল। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, ধৃতদের জেরা করে এক দুষ্কৃতীকে আটক করে তদন্ত শুরু হয়েছে। এ দিন ধৃতদের বালুরঘাট আদালতে হাজির করা হলে বিচারক তাদের ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। |