বর্ধমান |
জিপের সঙ্গেই খুঁড়িয়ে চলছে কৃষি দফতর |
|
কেদারনাথ ভট্টাচার্য, কালনা: ছোটাছুটির অন্ত নেই। খামার পরিদর্শন, দুর্যোগের রিপোর্ট তৈরির জন্য এলাকা ঘুরে দেখা, আলোচনাসভা আয়োজন, মেলার বন্দোবস্তদায়িত্বের তালিকা বেশ লম্বা। এ সব কাজে যাতায়াতের জন্য দফতরের সামনে সব সময় দাঁড়িয়ে রয়েছে জিপ। তবে দাঁড়িয়ে থাকাই সার। অফিসার-কর্মীদের অধিকাংশ সময়েই যাতায়াত করতে হয় বাস, ট্রেন, রিকশায়।
হবে না-ই বা কেন। |
|
উন্নত হচ্ছে পারুলিয়া
বাজারের পরিকাঠামো |
|
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
জলকষ্টেই কাটাচ্ছে ধস কবলিত গ্রাম |
|
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: ধস নামার তিন দিন পরেও জনজীবন স্বাভাবিক হল না বারাবনির রসুনপুরে। শুক্রবার ঘটনাস্থলে গিয়ে বিডিও আশ্বাস দিয়েছিলেন। কিন্তু রবিবার পর্যন্ত আশপাশের গ্রামগুলিতে জল সরবরাহ শুরু হয়নি, বিদ্যুৎ পরিষেবাও আংশিক চালু হয়েছে। এমনকী বিকল্প রাস্তা তৈরির কাজ শেষ না হওয়ায় যোগাযোগের ব্যবস্থাও বিচ্ছিন্ন। প্রশাসনের কাজের গতি নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। |
|
জমির উপর দিয়ে বালির লরি, রাস্তা কাটলেন বাসিন্দারা |
নিজস্ব সংবাদদাতা, কাঁকসা: বেআইনি বালির লরি যাচ্ছে চাষের জমির উপর দিয়ে। ফলে জমি চাষের অযোগ্য হয়ে পড়ছে, এই অভিযোগে রাস্তা কেটে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দামোদরের চরের লালবাবা মানায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমস্যার সমাধানে আজ, সোমবার কাঁকসার বিডিও রাখী বিশ্বাস সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনায় বসবেন।
লালবাবা মানায় প্রায় হাজার দুয়েক বাসিন্দার বাস। গ্রামবাসীদের অভিযোগ, নিয়ম না মেনে দামোদরের চর থেকে অবাধে বালি তোলা হচ্ছে। |
|
|
|
ফের আগুন, অফিস
পুড়ল সিটিসেন্টারে |
|
টুকরো খবর |
|
|
|
|
চিত্র সংবাদ |
|
|