পুড়ে ছাই হয়ে গেল চারটি বাড়ি। রবিবার বেলা ১১টা নাগাদ কালনা ১ ব্লকের সুলতানপুর পঞ্চায়েতভবন সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, প্রশান্ত দাস, সত্য বিশ্বাস, লক্ষ্মণ বাসকে ও খোকন বিশ্বাসের বাড়িতে আগুন লাগে। একটি বাড়ির বৈদ্যুতিন মিটার বক্সে বিস্ফোরণ হলে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। পরে টিন ও কাঠের তৈরি ওই চারটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। দমকল পৌঁছনোর আগেই বাসিন্দারা নিজেদের চেষ্টায় আগুন নেভান। ঘটনাস্থলে যান কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল ও মহকুমা পুলিশের আধিকারিকেরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ দেওয়া হয়। জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান দেবাশিস নাগ বলেন, “সুলতানপুরের অগ্নিকাণ্ডে কয়েক জন পড়ুয়ার বই পুড়ে গিয়েছে। এক জন স্কুল পরিদর্শককে সোমবার ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের বই দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
|
শিবরাত্রি উপলক্ষে উৎসব বসল মন্তেশ্বরের দেনুড় গ্রামে।
প্রাচীন এই গ্রামের মাঝামাঝি জায়গায় রয়েছে দীনেশ্বর মন্দির। জনশ্রুতি, তাঁরই নাম অনুসারে গ্রামের নাম হয় দেনুড়। গ্রামবাসীরা জানান, প্রাচীন ওই মন্দিরে আগে অনেক টেরাকোটার কারুকার্য করা ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা নষ্ট হয়ে যায়। এই মন্দিরকে কেন্দ্র করেই গ্রামের সব চেয়ে বড় উৎসব। ফি বছর শিবরাত্রির দিন এই অনুষ্ঠান হয়। ভাতার ও পূর্বস্থলীর দুই ব্লক থেকে প্রচুর মানুষ আসেন। সকালে একটি বিশেষ শোভাযাত্রা বেরোয়। বাজনা, নামসংকীর্তন ও ট্যাবলো-সহ নানা কিছুই থাকে ওই শোভাযাত্রায়। মহিলারা পড়েন লালপাড় শাড়ি। অনেকে আবার নিজেরাই সাজসজ্জা করেন দেবদেবীর আদলে। দুপুরে থাকে অন্ন-মহোৎসব। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে বিভিন্ন অনুষ্ঠান। গ্রামের বাসিন্দা দীপক কুণ্ডু বলেন, “দিন দিন মেলায় লোক বাড়ছে।” গ্রামবাসীদের বিশ্বাস, এই দিন দেবতার কাছে মানত করলে তা পাওয়া যাবেই। |