শনিবার গভীর রাতে আগুন লাগল দুর্গাপুরের সিটি সেন্টারে একটি অর্থলগ্নি সংস্থার কার্যালয়ে। ভস্মীভূত হয়ে যায় চারটি কম্পিউটার, কিছু আসবাবপত্র। দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নেভায়।
সংস্থা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটির চারতলার একটি ঘরে সংস্থার অফিস। রাতে ওই ঘরে আগুন লাগে। বাড়িটির প্রায় দু’শো মিটারের মধ্যে দমকলের অফিস থাকায় দমকল আসতে দেরি হয়নি। ফলে আগুন আর আশপাশের ঘরে ছড়াতে পারেনি। দমকলের প্রাথমিক অনুমান, শট সার্কিটের ফলেই আগুন লেগেছে। |
সংস্থা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সংস্থার সব কাজ অন লাইন মারফৎ হয়। তাই বড় কোনও ক্ষতি হয়নি। সংস্থার এক আধিকারিক বলেন, “খোঁজ নেওয়া হচ্ছে কোনও বিশেষ কাগজপত্র আগুনে নষ্ট হয়েছে কি না।” প্রসঙ্গত, দিন কয়েক আগেই আগুনে ভস্মীভূত হয় সিটি সেন্টারের বন্ধ হয়ে পড়ে থাকা এনার্জি পার্ক।
এ দিন সকালে সংস্থার অফিসে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই অনেকে এসে ভিড় জমান। তবে ততক্ষণে আগুন নিভে গিয়েছে। চারতলা এই বাড়িটিতে বিএসএনএল, রাজ্য সরকারের আঞ্চলিক শ্রম দফতর, কারখানা পরিদর্শন, পর্যটন দফতর, রেলের টিকিট সংরক্ষণ কেন্দ্র রয়েছে। এক তলায় রয়েছে রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, দু’একটি ফোটোকপির দোকান। সকালে বিভিন্ন সরকারি দফতরের কর্মী ও আধিকারিকেরা এসে বিষয়টি জানতে পারেন। স্বাভাবিক ভাবেই আতঙ্কিত তাঁরা। |