চালকের হাতে ছুরিবিদ্ধ হলেন মালিক, এমনই অভিযোগ উঠল ২ নম্বর জাতীয় সড়কের রানিগৎজ টিবি হাসপাতালের কাছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গাড়ির মালিক।
পুলিশ জানায়, ছুরিবিদ্ধ নন্দলাল গোপকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমকোলার বাসিন্দা নন্দলালবাবু পেশায় ফলের ব্যবসায়ী। তিনি তাঁর পিকআপ ভ্যানের চালক আমকোলা পাঁচ নম্বর ধাওড়ার বাসিন্দা চাঁদ খাঁর সঙ্গে শনিবার রাতে ফল আনার জন্য আসানসোল যাচ্ছিলেন। নন্দবাবুর সঙ্গে চালকের বচসা হয়। তার জেরে টিবি হাসপাতালের সামনে চালক তাঁকে বার বার ছুরি দিয়ে আঘাত করতে থাকেন। নন্দবাবুর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে চাঁদ এলাকা ছেড়ে পালায়।
পুলিশ জানায়, নন্দবাবুর স্ত্রী জবাদেবীর লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে গাড়ির চালক চাঁদ খাঁকে আমকোলা থেকে গ্রেফতার করা হয়েছে। রানিগঞ্জের ওসি উদয় ঘোষ জানান, ধৃতের বিরুদ্ধে একাধিক অপরাধের মামলা চলছে। পঞ্চায়েত নির্বাচনের আগে যাতে এলাকায় কোনও রকম অশান্তি সৃষ্টি করতে না পারে, সেদিকে লক্ষ রেখে ধৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
|
শিল্পনীতির সমালোচনা
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
জমিদাতা পরিবারের এক জনকে স্থায়ী চাকরি, ছাঁটাই ঠিকা শ্রমিক ও নিরাপত্তা কর্মীদের পুনর্নিয়োগ, এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম করা-সহ ইত্যাদি দাবিতে রবিবার পানাগড়ে নির্মীয়মাণ সার কারখানার সামনে বিক্ষোভ দেখাল আইএনটিইউসি অনুমোদিত ‘এসার প্রজেক্ট কনট্রাক্টর ওয়াকার্স ইউনিয়ন’। ছিলেন আইএনটিইউসি-র রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য। সংগঠনের তরফে অভিযোগ করা হয়, কোটা, পণ্ডালি ও সোঁয়াই মৌজার চাষিরা সার কারখানা গড়তে জমি দিয়েছেন। কিন্তু স্থানীয় বেকারদের কাজ না দিয়ে বাইরে থেকে লোক এনে কাজ করানো হচ্ছে। সংগঠনের স্থানীয় নেতাদের প্রদীপবাবু আঞ্চলিক শ্রম দফতরের সঙ্গে দাবিদাওয়া নিয়ে বৈঠকের পরামর্শ দেন। বর্তমান রাজ্য সরকারের শিল্পনীতির সমালোচনা করেন তিনি। রাজ্য সরকারের কোনও ল্যান্ডব্যাঙ্ক নেই বলেও দাবি করেন তিনি। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে শাসক দল ও নির্বাচন কমিশনের সংঘাত প্রসঙ্গে তাঁর মন্তব্য, “নির্বাচন কমিশনের ভূমিকাকে উপযুক্ত মর্যাদা দেওয়া উচিত।”
|
জামুড়িয়ায় স্মরণসভা
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
প্রয়াত দুই কর্মীর স্মরণসভা আয়োজন করল সিপিএমের অজয় জোনাল কমিটি রবিবার। ওই জোনাল কমিটির সম্পাদক মনোজ দত্ত জানান, ১৯৯১-এর ১০ মার্চ ছত্রিশগণ্ডায় সিপিএমের মিছিলে বোমা মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দলীয় কর্মী তপন বন্দ্যোপাধ্যায়ের। ওই রাতে পরাশিয়ায় তাঁদের আর এক দলীয় কর্মী বিদ্ধা গোপকে গুলি করে খুন করা হয়। দু’টি ঘটনাতেই অভিযুক্ত নকশাল। তাঁদেরই স্মরণে এ দিন পরাশিয়া গ্রাম ও ছত্রিশগন্ডায় স্মরণসভা হয়।
|
জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
জেকে নগর হাইস্কুলে পিআইই নির্বাচনে জিতলেন তৃণমূল সমর্থিত প্রার্থী তথা জেমারি পঞ্চায়েতের সভাপতি অভয় উপাধ্যায়। তিনি তাঁদেরই দলের এক প্রার্থী এবং বিজেপি সমর্থিত এক প্রার্থীকে হারান। |