খেলার টুকরো খবর

প্রথম ডিভিশনে জয়ী মিলনী ক্লাব
প্রথম ডিভিশন ক্রিকেটে রবিবার মিলনী ক্লাব ২৮০ রানে হারাল বংপুর চেতনা সঙ্ঘকে। মিলনী ৩৬ ওভারে তিন উইকেটে ৩৬১ রান করে। দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০৫, প্রিয়ঙ্কর মুখোপাধ্যায় ৬৫ ,অলক শর্মা ৫৭ ও বিকাশ ভার্মা ৬৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ২৭.৩ ওভারে ৮১ রানে অল-আউট হয়ে যায় বংপুর। দলের তারক বন্দ্যোপাধ্যায় ৩৪ রান করেন। ম্যাচের সেরা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ডিভিশনের অন্য খেলায় দিলীপ স্মৃতি সঙ্ঘ ৭৫ রানে হারায় ব্লিজ বা বর্ধমান লোকো ইয়ং মেনস্ সোসাইটিকে। দিলীপ সঙ্ঘ ৪০ ওভারে ২৩১ রান করে। দলের সৌভিক মৈত্র ৫১, তন্ময় দাস ৪৩, অয়ন ঠাকুর ৪৬ রান করেন। অর্ণব ঘোষ ৩২ রানে ৪ ও শেখ নইমুদ্দিন ২০ রানে ৩ উইকেট দখল করেছেন। পরে ব্যাট করতে নেমে ব্লিজ ৩৪.২ ওভারে ১৫৬ রানে সকলে আউট হয়ে যায়। দলের উৎপল ঘোষাল ৪৫ করে অপরাজিত থাকেন। অপর ব্যাটসম্যান অভিষেক দাস করেন ৪৩। ব্লিজের রোহন চৌধুরী ৩টে ও অভিষেক দাস ২টি উইকেট নেন। ম্যাচের সেরা সৌভিক।

জিতল কুমারবাজার
রানিগঞ্জ থানা ও রনাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেটের সূচনা করলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় নন্দ। শনিবার প্রথম দিনের খেলায় জেতে রনাই এসসি। রনাই মাঠে তারা বক্তারনগর এফএকে ৭ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে বক্তারনগর সব উইকেট হারিয়ে ৯৩ রানের বেশি করতে পারেনি। জবাবে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় রনাই। খেলার সেরা বিজয়ী দলের ইমতিয়াজ খান। রবিবারের খেলায় জেতে জিবিএসসি। তারা কুমারবাজার সিসিকে ৬৮ রানে হারায়। প্রথমে ব্যাট করে জিবিএসসি ১৫৯ রান তোলে। জবাবে ৯১ রানে শেষ হয়ে যায় কুমারবাজার। খেলার সেরা বিজয়ী দলের কানাই লাল।

চ্যাম্পিয়ন ১৪ নম্বর
ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট চলছে কাটোয়া স্টেডিয়াম ময়দানে। রবিবার তোলা নিজস্ব চিত্র।
ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ১৪ নম্বর ওয়ার্ড। রবিবার কাটোয়া স্টেডিয়াম ময়দানে ৫ নম্বর ওয়ার্ডকে ২২ রানে হারায় তারা। নির্ধারিত ২০ ওভারে ১৪ নম্বর ওয়ার্ড তিন উইকেট হারিয়ে ২০৩ রান করে। দলের প্রভাকর ঘোষ ১১৫ রান করেন। জবাবে ১৮১ রানেই গুটিয়ে যায় ৫ নম্বর ওয়ার্ড। ৭১ রান করেন দলের স্বর্ণেন্দু ভট্টাচার্য। কাটোয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই ওয়ার্ডভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতাটি হয়। যোগ দিয়েছিল ১৯টি ওয়ার্ড। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের অনিন্দ্য মুখোপাধ্যায়। ফাইনালে আম্পায়ার ছিলেন অনুপম মুখোপাধ্যায় ও জনি চৌধুরী।

চ্যাম্পিয়ন শীতলপুর
চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন হল শীতলপুর ডায়মন্ড ক্লাব। বিশ্বেশ্বরী মাঠে ফাইনালে ডায়মন্ড ক্লাব প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৬৪ রান করে। এরপর ব্যাট করতে নেমে কুমারডিহি গ্রাম ২ উইকেট হারিয়ে ১২ রান তোলে। তারপর নো-বলে রান আউট হন এক খেলোয়াড়। আম্পায়ার আউট দেওয়ার পর কুমারডিহি গ্রাম তা না মেনে মাঠ ছেড়ে চলে যায়। ফাইনালের সেরা বিজয়ী দলের লালু ধোবি। প্রতিযোগিতার সেরা একই দলের আনন্দ সিংহ।

হারল হরিপুর
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেটে রবিবার আসানসোল স্টেডিয়ামের খেলায় জিতল অমিত মজুমদার সিসি। তারা হরিপুর এসসিকে ৪ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে হরিপুর সব উইকেট হারিয়ে ১১০ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় অমিত মজুমদার।

জিতল নেতাজি
ধান্ডাডিহি নবারুণ সঙ্ঘ আয়োজিত ক্রিকেটে চ্যাম্পিয়ন হল নেতাজি যুবসঙ্ঘ জামবাদ। ক্লাবের মাঠে তারা হুসেননগর এসসিকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে হুসেননগর ৯৪ রানে শেষ হয়ে যায়। জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় জামবাদ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.