বেআইনি বালির লরি যাচ্ছে চাষের জমির উপর দিয়ে। ফলে জমি চাষের অযোগ্য হয়ে পড়ছে, এই অভিযোগে রাস্তা কেটে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দামোদরের চরের লালবাবা মানায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমস্যার সমাধানে আজ, সোমবার কাঁকসার বিডিও রাখী বিশ্বাস সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনায় বসবেন।
লালবাবা মানায় প্রায় হাজার দুয়েক বাসিন্দার বাস। গ্রামবাসীদের অভিযোগ, নিয়ম না মেনে দামোদরের চর থেকে অবাধে বালি তোলা হচ্ছে। প্রশাসনের তরফে মাঝে মাঝে অভিযান চললে কিছুদিন বেআইনি বালির কারবার বন্ধ থাকে। দিন কয়েক পরে আবার পরিস্থিতি আগের মতোই হয়ে যায়। তাঁদের দাবি, ‘শর্ট কাট’ রাস্তার খোঁজে বালির লরি ও ট্র্যাক্টর যায় চাষের জমির উপর দিয়ে। ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। |
প্রতিবাদে শনিবার তাঁরা সিলামপুর থেকে আয়মাপাড়া ও কেটেন যাওয়ার প্রধান রাস্তার সঙ্গে গ্রামের যোগাযোগকারী রাস্তাটি কেটে বিক্ষোভ দেখান।
রবিবারও সেই রাস্তা সারানো হয়নি। সিলামপুরে বাজারে, স্কুলে বা অন্যান্য কাজে যেতে সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা। অনেকেই যারা সবজি বিক্রি করে দিন গুজরান করেন, গ্রাম থেকে বেরোতে সমস্যায় পড়ছেন তাঁরাও।
গ্রামবাসীদের তরফে মুন্না চৌধুরী, হরলাল সিকদারদের অভিযোগ, রাতের অন্ধকারে চাষের জমির উপর দিয়ে অবৈধ বালির লরি ও ট্রাক্টর চলে যাচ্ছে। তাদের দেখাদেখি বৈধ বালির লরিও চলাচল শুরু করেছে জমির উপর দিয়ে। বারবার ভারি লরি যাতায়াতের ফলে জমি শক্ত হয়ে যাচ্ছে। নষ্ট হচ্ছে উর্বরতা। তাছাড়া বালি মিশছে মাটির সঙ্গে। সব মিলিয়ে জমি চাষের অযোগ্য হয়ে পড়ছে। তাঁদের বক্তব্য, চাষই তাঁদের একমাত্র রুটিরুজি। এমন পরিস্থিতি চললে তাঁদের পেটে টান পড়বে। তাই বাধ্য হয়ে তাঁরা রাস্তা কেটে প্রতিবাদের পথ নিয়েছেন। |