বর্ধমান |
লকআপে অসুস্থ কৌসর, চিকিৎসার নির্দেশ |
|
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: রায়নার ধৃত সিপিএম নেতা কৌসর আলির চিকিৎসা করানোর নির্দেশ দিল আদালত। বাড়িতে স্টেনগান রাখায় অভিযুক্ত ওই নেতাকে শুক্রবার পুলিশ বর্ধমান আদালতে নিয়ে গেলে লক-আপে বুকে ব্যথা অনুভব করেন তিনি। তাঁর আইনজীবীরা এ ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করলে সিজেএম সেলিম আহমেদ আনসারি জেলা সংশোধনাগারের সুপারকে চিকিৎসা করানোর নির্দেশ দেন। |
|
নিজস্ব সংবাদদাতা, মঙ্গলকোট: আজাদ-সাইফুল বিবাদ এড়িয়ে এলাকায় শান্তি ফেরাতে মঙ্গলকোটের ঝিলেরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে বৈঠক করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মহকুমার পুলিশকর্তারা গ্রামে গিয়ে প্রায় আড়াইশো জন বাসিন্দার সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে ঠিক হয়, গ্রামের প্রতিটি পাড়ায় শান্তি কমিটি ও আরজি পার্টি গঠন করা হবে। |
মঙ্গলকোটে শান্তি ফেরাতে
পুলিশ ও গ্রামবাসীর বৈঠক |
|
কোটি টাকা তুলে
বন্ধ হল অফিস |
অনুষ্ঠানে স্টেডিয়াম
ভাড়া দেওয়ায় ক্ষোভ |
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
ভয় দেখিয়ে তোলা আদায়ে
অভিযুক্ত সাত তৃণমূল নেতা |
নিজস্ব সংবাদদাতা, রানিগঞ্জ: সাত তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠল রানিগঞ্জে।
জেএম লেনের বাসিন্দা তথা ব্যবসায়ী মঞ্জুর আলমের অভিযোগ, ২০ ডিসেম্বর তৃণমূল নেতা খুরশিদ আলম, আব্দুল কালাম-সহ সাত জন বিকাল ৫টার সময় তাঁর বাড়িতে আসেন। রাজনৈতিক কর্মসূচির কারণ দেখিয়ে পাঁচ হাজার টাকা দাবি করেন তাঁরা। দিতে না চাইলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। |
|
বেসরকারি আর্থিক সংস্থায় ডাকাতি, গেল সিসিটিভি-ও |
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: প্রকাশ্যে দিনের আলোয় বেসরকারি আর্থিক সংস্থার অফিস থেকে সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার বিকালে দুর্গাপুরের বেনাচিতিতে ভিড়িঙ্গি কালীবাড়ি সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে চলে আসেন আসানসোল-দুর্গাপুর কমনিশনারেটের এডিসিপি (পূর্ব) সুনীল যাদব। পরে তিনি বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুত দুষ্কৃতীদের ধরে ফেলা হবে।” |
|
|
টুকরো খবর |
|
|
|
চিত্র সংবাদ |
|
|