নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেনাচিতি বাজারের ভিতরে প্রধান রাস্তা নাচন রোডের ধারে একটি তিনতলা বাড়ির তৃতীয় তলে কেরালার ওই বেসরকারি সংস্থার কার্যালয়। সেখানে সোনার গয়না জমা রেখে ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। বিকাল সওয়া ৩টে নাগাদ হঠাৎ ৮ জনের একটি দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র ও ভোজালি নিয়ে সেখানে চড়াও হয়। প্রথমেই সশস্ত্র নিরাপত্তারক্ষী গৌতম গড়াইকে মারধর করে তাঁর আগ্নেয়াস্ত্র কেড়ে নেয় তারা। তার পরে ভিতরে ঢুকে সমস্ত কর্মী ও গ্রাহকদের থেকে মোবাইল ছিনিয়ে, ভল্ট খুলে গয়নার বাক্স, সোনার মুদ্রা ও নগদ টাকা নিয়ে তারা চম্পট দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিনিট পনেরোর মধ্যেই গোটা ঘটনাটি ঘটে যায়। গ্রাহক দেবু সিংহ, বাসন্তী কর্মকার, হেমন্ত কর্মকারেরা বলেন, “ভরদুপুরে এমন ঘটনায় আমরা হতবাক হয়ে যাই। ভয়ে মুখ বুজে ছিলাম। ওরা আগ্নেয়াস্ত্র ও ভোজালি নিয়ে এসেছিল।” তাঁরা জানান, কর্মী থেকে গ্রাহক, প্রত্যেককেই আগ্নেয়াস্ত্র ও ভোজালি দেখিয়ে চুপ করিয়ে রেখেছিল ওরা। এক জনের মুখ ঢাকা ছিল। এক জন কথা বলছিল বাংলায়। বাকিরা হিন্দিতে। বয়স পঁচিশের মধ্যে। সংস্থার এক কর্মী জানান, ঠিক কত টাকার ক্ষতি হয়েছে তা এখনও পরিষ্কার নয়।
খবর পেয়ে দুর্গাপুর থানা থেকে পুলিশ আসে। কিন্তু অফিসের ভিতরে ও বাইরে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, দুষ্কৃতীরা তার যন্ত্র নিয়ে পালানোয় ফুটেজ পাওয়া যায়নি। এডিসিপি (পূর্ব) বলেন, “কার্যালয়ের কর্মী ও প্রত্যক্ষদর্শী গ্রাহকদের জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ভিতরের কেউ জড়িত কি না, তা-ও বোঝার চেষ্টা হচ্ছে।” |