ভারত ভাগ্যবান ধোনিকে ক্যাপ্টেন পেয়েছে: বয়কট |
|
সংবাদসংস্থা, লন্ডন: এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরে ফেললে কী হবে, ভারতকে ক্রিকেটবিশ্বের অত্যন্ত সাধারণ একটা টিমের বেশি কিছু মনে হচ্ছে না প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জিওফ্রে বয়কটের। শুধু তাই নয়, ঠোঁটকাটা হিসেবে ‘কুখ্যাত’ বয়কট আরও বলে দিচ্ছেন, ভারত ভাগ্যবান যে তারা মহেন্দ্র সিংহ ধোনির মতো একজন অধিনায়ক পেয়েছে! |
|
‘বিতর্কিত’ আজারেঙ্কার সামনে চিনের লি |
সংবাদসংস্থা, মেলবোর্ন: অসংখ্য টেক্সট মেসেজের উত্তর দিয়ে বাড়তি ডলার খরচ করার জন্য ‘নতুন সেরেনা’র আর তাঁর মায়ের বকুনি খাওয়ার ভয় থাকল না। আসল সেরেনাকে হারানোর চব্বিশ ঘণ্টা পরেই তিনিস্লোয়ান স্টিফেন্স নিজেই হেরে গেলেন সেমিফাইনালে। ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে ১-৬, ৪-৬। অস্ট্রেলিয়ায় ‘রিসিভিং মেসেজ’ও আন্তর্জাতিক রোমিং-এর আওতাভুক্ত, মার্কিন টিনএজার স্টিফেন্স জানতেন না। |
|
|
মেলবোর্নের এই জোকার কিন্তু ভয়ঙ্কর |
|
সংবাদসংস্থা, মেলবোর্ন: জোকার মানেই হাসি-ঠাট্টা, নির্মল আনন্দের আধারভাবাটা সব সময় বোধহয় উচিত নয়। অন্তত সেই জোকার টেনিস কোর্টের জোকার হলে। নেটের উল্টো দিকে ডেভিড ফেরার সেটা এ দিন হাড়ে-হাড়ে বুঝলেন। নোভাক জকোভিচপেশাদার টেনিস সার্কিটের ‘জোকার’ গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল ম্যাচ সাঙ্গ করে দিলেন মাত্র ৮৯ মিনিটে। এমনই ভয়ঙ্কর ফর্মে ছিলেন আজ রড লেভার এরিনায়। যে আগুনে ফেরার পুড়ে ছারখার হয়ে গেলেন ৬-২, ৬-২, ৬-১। |
|
আর কবে জিতবে
করিমের বাগান |
|
|
|
বরিসিচকে নামিয়ে
ভাগ্য ফেরাতে
চাইছেন মর্গ্যান |
|
ধোনিদের স্বস্তির
দিনে মুম্বইয়ে সাধনা
চলছে সচিনের |
|
|
টুকরো খবর |
|
|