এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরে ফেললে কী হবে, ভারতকে ক্রিকেটবিশ্বের অত্যন্ত সাধারণ একটা টিমের বেশি কিছু মনে হচ্ছে না প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জিওফ্রে বয়কটের। শুধু তাই নয়, ঠোঁটকাটা হিসেবে ‘কুখ্যাত’ বয়কট আরও বলে দিচ্ছেন, ভারত ভাগ্যবান যে তারা মহেন্দ্র সিংহ ধোনির মতো একজন অধিনায়ক পেয়েছে! “আপনারা কী ভাবে একজন অধিনায়ককে বিচার করেন? তার জেতা-হারার রেশিও দিয়ে? নাকি তার টিমের মান কতটা ভাল, বা আদৌ ভাল কি না, সেটার বিচারে?” বলেছেন বয়কট। সঙ্গে যোগ করেছেন, “ভারত এখন অতি সাধারণ একটা টিম। ভাল স্পিনার নেই, সিম বোলাররাও তেমন ভাল নয়। টিমের সেরা ক্রিকেটাররাও এখন অবসর নিয়ে ভাবছে। দ্রাবিড়, লক্ষ্মণ অবসর নিয়ে ফেলেছে। সচিন ইদানীং একেবারেই রান পাচ্ছে না। এগুলো কি ধোনির দোষ?” ভারত অধিনায়ক এ দিনই তাঁর দল নিয়ে নিয়মরক্ষার ম্যাচ খেলতে এসে গেলেন ধরমশালায়। |
তার আগে বয়কট বলছিলেন, “আমার মনে হয় না একটা টিমের জেতা-হারার রেশিও দিয়ে তাদের অধিনায়ককে বিচার করা ঠিক হবে বলে। বরং টিমের দিকে তাকানো ভাল। ভারত প্রচণ্ড ভাগ্যবান যে ওরা ধোনিকে পেয়েছে।” তবে টেস্ট ক্যাপ্টেন্সিতে ধোনির যে কিছু খামতি আছে, সেটা মেনে নিচ্ছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। “কিন্তু টেস্টে কোনও পরিবর্তও কি আছে ধোনির? আমি তো বলব, ও একজন দুর্দান্ত ওয়ান ডে অধিনায়ক। ভাল অধিনায়কের যা মশলা থাকা দরকার, সবই ওর মধ্যে আছে।” সঙ্গে যোগ করেছেন, “হারলেই সব দোষ ক্যাপ্টেনের উপর পড়ে। ধোনির অবস্থাটা সে রকমই। কিছু ভাল ক্রিকেটার অবসর নিয়েছে। কারও কেরিয়ার শেষের দিকে। জাহির নেই, হরভজন নেই। দ্রাবিড়-লক্ষ্মণ নেই। সহবাগ ভাগ্যবান যে ও টিমে আছে। সহবাগও কিন্তু শেষের দিকে। এই অবস্থায় তরুণদের দিয়ে সব সামলানো যায়?” |