৪ চিনি।
৫ যে ছাপে, মুদ্রাকর।
৭ কামনা পূর্ণ হয়েছে এমন।
৯ অতি মিহি ও মসৃণ
কার্পাস কাপড়।
১০ প্রতারণা, শঠতা।
১১ জামাকাপড় ঘরদোড় পরিষ্কার
করতে এটা প্রয়োজন।
১২ যে ছায়াছবিতে তুলসী
চক্রবর্তীর অভিনয় অবিস্মরণীয়।
১৪ লালসা গ্রাম্যরূপে।
১৫ পাখির ডাক।
১৬ যে অসুরকে বধ করে
শ্রীকৃষ্ণ হয়েছেন নরকান্তক।
১৮ এ সমাজে ইতরের স্থান নেই।
২০ লাভ-এর বিপরীত।
২২ রঙ্গরসে পটু, নারীর ক্ষেত্রে।
২৩ মস্তককর্তন।
২৫ ‘ওগো নদী আপন বেগে’—।
২৭ কুঠার, পরশু।
২৮ ‘ইঁটের টোপর মাথায়
পরা/শহর’—।
২৯ রণকুশল।
৩০ বাসভবনের অংশ,
তালুক, খাস—।
৩১ তরুণ অবস্থা বা বয়স। |
|
১— ‘এর দশটি ছেলে
ঘোরে পাড়াময়’।
২ সমুদ্রতীরে অবস্থিত বন্দর।
৩ শক্তিপরীক্ষায় এমন লোক
জয়ী হবে এ তো স্বাভাবিক।
৪ শস্যদ্রব্যসামগ্রী বা শস্যদ্রব্যসমূহ।
৬ কল্পনা করতে
ভালবাসে বা সুখ পায় এমন।
৭ পার্থিব জীবনরূপ সমুদ্র,
মধ্যবিত্তরা যেখানে হাবুডুবু খাচ্ছে।
৮ কল্যাণকর, মঙ্গলজনক।
১৩ চুনাপাথর যা এও তাই।
১৫ প্রামাণিক নাপিত!
১৭ পূর্ববর্তী কালেও ব্যাহত
অর্থাত্ ঘটা কঠিন বা অসম্ভব প্রায়।
১৯ ‘তাই—করিণু চয়ন হতাশে’।
২১ সোনা পরীক্ষা করার
জন্য এর প্রয়োজন।
২৩ ‘মার অভিষেকে এসো ত্বরা
/
—হয় নি যে ভরা’।
২৪ দণ্ডকরাজার রাজ্য যা
অভিশাপে অরণ্য হয়েছিল।
২৬ হালকা খাবার।
২৮ মধুরধ্বনি। |