অস্ট্রেলীয় ওপেনে শেষ ভারতীয়দের চ্যালেঞ্জ
‘বিতর্কিত’ আজারেঙ্কার সামনে চিনের লি
সংখ্য টেক্সট মেসেজের উত্তর দিয়ে বাড়তি ডলার খরচ করার জন্য ‘নতুন সেরেনা’র আর তাঁর মায়ের বকুনি খাওয়ার ভয় থাকল না। আসল সেরেনাকে হারানোর চব্বিশ ঘণ্টা পরেই তিনিস্লোয়ান স্টিফেন্স নিজেই হেরে গেলেন সেমিফাইনালে। ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে ১-৬, ৪-৬। অস্ট্রেলিয়ায় ‘রিসিভিং মেসেজ’ও আন্তর্জাতিক রোমিং-এর আওতাভুক্ত, মার্কিন টিনএজার স্টিফেন্স জানতেন না। যে কারণে ভয়ে-ভয়ে বলেছিলেন, “মা জানলে বলবে, গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে ওঠার মোটা ডলারের চেক থেকেই নিজের বিরাট মোবাইল বিল মেটা।” বিশ্বের এক নম্বর এবং আগের বারের চ্যাম্পিয়নের হাতে তাঁর স্বপ্নের দৌড় থেমে যাওয়ার পরে আজ আর সেই রসিকতার মেজাজ নেই স্টিফেন্সের। বরং “আজারেঙ্কা টেনিসের আইনের মধ্য থেকে প্রতারণা করেছেন” বলে হারের পর গুরুতর অভিযোগ তুলেছেন। মেলবোর্ন পার্কের চড়া তাপমাত্রার মধ্যেও (বৃহস্পতিবার দিনের বেলায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি ছিল) যে বিতর্কের উত্তাপে যেন ছাই হয়ে গিয়েছে দুরন্ত ফর্মে থাকা মারিয়া শারাপোভার অন্য সেমিফাইনালে এশীয় চ্যালেঞ্জার লি না-র কাছে ২-৬, ২-৬ অবিশ্বাস্য হেরে যাওয়াটাও!
দুরন্ত লি না।
শীর্ষ বাছাই আজারেঙ্কার কোর্টে প্রতিটা স্ট্রোক নেওয়ার মুহূর্তে বিকট ঘোঁতঘোঁতানি নিয়ে বিশ্বের টেনিসমহলে যতই চর্চা হোক না কেন, তাঁর ডিজে-গায়ক বয়ফ্রেন্ড রেডফু-র কানে সেটা নাকি গানের মতো শোনায়! রড লেভার এরিনায় সেই ‘গানে’র চেয়েও আজারেঙ্কার প্রতিদ্বন্দ্বীর পুরো সাপোর্ট টিমের কাছে বেশি কর্কশ হয়ে বেজেছে তাঁর ‘গেমসম্যানশিপ’। ম্যাচের প্রচণ্ড গুরুত্বপূর্ণ সময়ে আজারেঙ্কার দশ মিনিট ‘ইনজুরি টাইম ব্রেক’ নেওয়াকে স্টিফেন্সের কোচ ডেভিড নাইনকিন বলেছেন, “অখেলোয়াড়োচিত!” দ্বিতীয় সেটে ৫-৩ স্কোরে দশম গেমে নিজের সার্ভিসে পাঁচটা ব্রেক পয়েন্ট বাঁচানোর পরে আজারেঙ্কা চেয়ার আম্পায়ারের কাছে ‘ইনজুরি টাইম আউট’ চান। প্রথমে ডব্লিউটিএ ট্যুরের ডাক্তার কোর্টের ভেতর এসে আজারেঙ্কার শুশ্রূষা করার পরে তাঁকে নিয়ে লকাররুমে চলে যান। এবং পাক্কা দশ মিনিট পর আজারেঙ্কা কোর্টে ফিরলে বিপক্ষের ষষ্ঠ ম্যাচ পয়েন্টটা স্টিফেন্স আর আটকাতে পারেননি, ব্যাকহ্যান্ড রিটার্ন নেটে মারায়। বিতর্কের শুরু তার পরেই।
সাংবাদিক সম্মেলনে ‘নতুন সেরেনা’র কোচ উত্তেজিত ভাবে বলেন, “একজন শরীরের দোহাই দিয়ে দশ মিনিট বিশ্রাম নিয়ে ফিরে ফাইনালে উঠে গেল। যখন তাঁর প্রতিদ্বন্দ্বী ব্রেক পয়েন্ট বাঁচিয়ে লড়াইয়ে মরণপণ ফিরতে চাইছিল। আজারেঙ্কার উচিত স্টিফেন্সের কাছে ক্ষমা চাওয়া।” যার জবাবে আজারেঙ্কা সাংবাদিক সম্মেলনে বলেন, “কীসের ক্ষমা প্রার্থনা? বরং ওর সার্পোট টিমই অমানবিকতা দেখাচ্ছে। আমার নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল। মানছি সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমি তো প্রথমে ভেবেইছিলাম, ম্যাচের পরে শুশ্রূষা নেব। কিন্তু কষ্টটা কিছুতেই সহ্য করতে পারলাম না আর। তাই কোর্টে ডাক্তার ডেকে শুশ্রূষা নেব ভাবলাম। কিন্তু ডাক্তার পরীক্ষা করে বলল, কোর্টের বাইরে যেতে হবে। গেলাম। তার পর বলল, জামা খুলতে হবে। কিন্তু কোর্টেই জামা খোলা আমার পক্ষে অসম্ভব। তাই লকাররুমে যেতেই হল। তা-ও ডাক্তার আমাকে দুটো ইনজুরি টাইম ব্রেক নিতে বলেছিল। অন্যটা হাঁটুর জন্য। কিন্তু আমি একটাই ব্রেক নিয়ে দশ মিনিটে কোর্টে ফিরে আসি।”
সেমিফাইনালে বিধ্বস্ত শারাপোভা। বৃহস্পতিবার।
আজারেঙ্কা পরিস্থিতি নিয়ে যতটা উত্তেজিত, তাঁর ফাইনালের প্রতিপক্ষ ঠিক ততটাই ‘কুল’। এশিয়ার একমাত্র গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন চিনের লি না আজ যাঁকে উড়িয়ে দিয়েছেন, টুর্নামেন্টের সেই হটফেভারিট শারাপোভা সেমিফাইনালে উঠতে মাত্র ৯টা গেম নষ্ট করেছিলেন। অথচ আজ টেনিসের গ্ল্যামার গার্লের কোর্টে যেটা সবচেয়ে দুর্বল দিক, সেটারই ফায়দা তুলে তাঁকে বিধ্বস্ত করে দেন ৩০ বছরের হাট্টাগাট্টা চিনা মেয়ে। শারাপোভার জগদ্বিখ্যাত গ্রাউন্ডস্ট্রোককে পাল্টা ভয়ঙ্কর অ্যাটাকিং টেনিস খেলে গুবলেট করে দেন লি। গ্রাউন্ডস্ট্রোক দুর্বল হয়ে গেলেই শারাপোভার কোর্ট কভারিংও ঘেঁটে যায়। আজও সেটাই হল। হেরে গিয়ে অবশ্য দার্শনিক মন্তব্য করেছেন মারিয়া ‘সুগারপোভা’ শারাপোভা। তাঁর বাজারে ছাড়া ক্যান্ডি ‘সুগারপোভা’ মেয়ে টেনিস প্লেয়ারদের মধ্যে লি না-ই নাকি সবচেয়ে কম খান বলে মজা করেছিলেন শারাপোভা। সুগারপোভা না খান, কোর্টে শারাপোভাকে কিন্তু আজ চিবিয়ে খেয়ে ফেলেছেন লি না। “একটা টুর্নামেন্টে হারা মানে পরেরটার জন্য আরও বেশি ফোকাস্ড হওয়া”, “এ রকম দিন গ্র্যান্ড স্ল্যামে আমার জীবনে আগেও এসেছে, আবার উঠে দাঁড়িয়েছি,”শারাপোভা এ জাতীয় দার্শনিক মন্তব্য করলেও, তাঁর বিজয়ী প্রতিদ্বন্দ্বী সাফ বলে দিয়েছেন, “আজ আমি যে দুর্দান্ত অ্যাটাকিং টেনিসটা খেলেছি তার পরে কিছুতেই হারতাম না। আমি হারতে পারি না। সেটাই কোর্টে সারাক্ষণ নিজেকে বোঝাতে পেরেছিলাম বলেই আজ আমি অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে।”

ছবি: এএফপি




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.