তাঁর প্রাক্তন সতীর্থরা যখন নেমে পড়েছেন ধরমশালায় নিয়মরক্ষার ম্যাচ খেলার জন্য, তিনি ডুবে রয়েছেন রঞ্জি প্রস্তুতিতে। মহেন্দ্র সিংহ ধোনিরা যখন ওয়ান ডে সিরিজ জিতে তৃপ্তির শ্বাস নিতে পারছেন, তিনি সচিন তেন্ডুলকর ডুবে রয়েছেন মুম্বইকে আরও একবার রঞ্জি ট্রফি এনে দেওয়ার সাধনায়।
শনিবার থেকে শুরু হচ্ছে মুম্বই-সৌরাষ্ট্র রঞ্জি ফাইনাল। ভারত-ইংল্যান্ড নিয়মরক্ষার ম্যাচ রবিবার। এ দিন ওয়াংখেড়েতে প্র্যাক্টিসের পর অভিষেক নায়ার বলছিলেন, “সচিন দলে থাকা মানেই একটা আলাদা মোটিভেশন। সবাই চেগে থাকে। ড্রেসিংরুমে ওর সঙ্গে কথা বলতে পারা, ওর থেকে টিপস নিতে পারা এর গুরুত্ব আমাদের কাছে আলাদা। সচিন থাকা মানে রঞ্জি ফাইনালে আমরাই ফেভারিট।” |
মুম্বইয়ের মতো টিম ইন্ডিয়াও রবিবারের ম্যাচে ফেভারিট হিসাবেই শুরু করবে। তা ধোনি খেলুন আর না খেলুন। বুড়ো আঙুলের চোটের জন্য কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছেন ভারত অধিনায়ক। যদিও গত কাল মোহালি ম্যাচের পরে তিনি টুইট করে বলেছেন, “ম্যাচের আগে যা অবস্থা ছিল, তার চেয়ে আঙুলটা এখন ভাল আছে।”
তবে ইংল্যান্ডের অবস্থা কিন্তু মোটেও ভাল নয়। তা যতই ‘ইংলিশ’ আবহাওয়ায় খেলতে হোক না কেন কুকের দলকে। এর মধ্যে আবার টিম ব্রেসনানের চোট। যার জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে জায়গা পাননি এই পেসার। রবিবারের ম্যাচে ব্রেসনান খেলতে না পারলে ইংল্যান্ড বোলিং কিন্তু আরও সমস্যায় পড়বে। |