উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
মন্ত্রীদের বয়ানই উঠে এল ভাঙড়ের পুলিশি রিপোর্টে
|
|
জগন্নাথ চট্টোপাধ্যায়, কলকাতা: যা আশঙ্কা করা হয়েছিল, তাই সত্যি হল!৮ জানয়ারি ভাঙড়ের বামনঘাটায় গুলি, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে মহাকরণে সাংবাদিক বৈঠকে চার চার জন মন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, ওই দিন আক্রান্ত হয়েছিলেন তৃণমূল নেতা আরাবুল ইসলামই। হামলাকারীরা সিপিএমের। এর পরে প্রশাসনিক মহলেই প্রশ্ন উঠেছিল, তা হল আর পুলিশের তদন্তের কী দরকার। সরকারের চার জন হেভিওয়েট মন্ত্রী ঘটনা ব্যাখ্যা করার পরে পুলিশের পক্ষে অন্য কোনও রিপোর্ট দেওয়া সম্ভব কি না, উঠেছিল সেই প্রশ্নও। বাস্তবেও সেটাই হল। |
|
নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: ভেঙে দেওয়া হল তৃণমূলের উত্তর ২৪ পরগনা কিষান সেলের সমস্ত কমিটি। সেলের জেলা সভাপতি অবনী দাসকেও ‘অপসারিত’ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের সামনে এসেছে তৃণমূলের অন্দরের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’।
দলের জেলা পর্যবেক্ষক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “দলের অনুমোদন না নিয়েই অবনীবাবু নিজের ইচ্ছে মতো কমিটি তৈরি করছিলেন। সেলের ব্লক সভাপতি করে দিচ্ছিলেন কাউকে কাউকে। এতে ব্লকে সমস্যা হচ্ছিল।” |
গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত
তৃণমূলের অন্দরে |
|
বিচারকের নির্দেশে
ভাড়া নিয়ে বিড়ম্বনায়
ঘাটমালিক |
|
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
সিপিএম কার্যালয়ে নিগ্রহ, হামলা হল দুই নেতার গাড়িতে
|
|
নিজস্ব সংবাদদাতা, জাঙ্গিপাড়া; রেজ্জাক-কাণ্ড নিয়ে রাজ্যের রাজনৈতিক আবহ এখনও উত্তাল। এর মধ্যেই শুক্রবার হুগলির জাঙ্গিপাড়ায় সিপিএমের জোনাল কমিটির কার্যালয়ে ঢুকে সম্পাদককে নিগ্রহ করার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। হামলা চালানো হয় সিপিএমের জেলা সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী সুদর্শন রায়চৌধুরী এবং ওই দলেরই রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শ্রীদীপ ভট্টাচার্যের গাড়িতে। |
|
নিজস্ব সংবাদদাতা, পুড়শুড়া: অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে। ‘ওয়ার্ক-অর্ডার’ মিলেছে। বরাত পাওয়া ঠিকাদার সংস্থা যন্ত্রপাতি নিয়েও হাজির। কিন্তু সাত মাসেও পুড়শুড়া মোড় থেকে ডিহিভুরসুট পর্যন্ত ৭.২ কিলোমিটার বেহাল রাস্তাটি সংস্কারের কাজ এখনও শুরুই হল না। এ জন্য সংশ্লিষ্ট দফতরগুলি থেকে প্রয়োজনীয় সহযোগিতা মেলেনি বলে অভিযোগ তুলেছে পূর্ত (সড়ক) দফতর। |
অসহযোগিতার অভিযোগ পড়ে
যন্ত্রপাতি,
সাত মাসেও রাস্তা
সংস্কার শুরুই হল না |
|
নিখোঁজ শিশুর দেহ মিলল পড়শির কুয়োয় |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|