টুকরো খবর |
আত্মহত্যায় ‘প্ররোচনা’, চন্দননগরে গ্রেফতার ছাত্র
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর |
এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল চন্দননগরের বড়বাজার এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম দেবলীনা কুণ্ডু (১৭)। সে চন্দননগরের বঙ্গ বিদ্যালয়ের একাদশ শ্রেণিতে পড়ত। মেয়েটিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযোগে তারই এক সহপাঠী গ্রেফতার হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দেবলীনার ঘর থেকে গোঙানির শব্দ পাওয়া যায়। পরিবারের লোক দেবলীনাকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা দেবলীনাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য। শুক্রবার সকালে মৃত ছাত্রীর বাবা অঞ্জন কুণ্ডু চন্দননগর থানায় মেয়ের এক সহপাঠীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে চন্দননগর থানার পুলিশ ওই ছাত্রকে শুক্রবার সকালে গ্রেফতারও করে। এ দিন তাকে তোলা হয় উত্তরপাড়ার জুভেনাইন আদালতে। স্থানীয় সূত্রে খবর, ধৃত ছাত্রের সঙ্গে দেবলীনার ‘ঘনিষ্ঠ সর্ম্পক’ থাকলেও সম্প্রতি তাদের মধ্যে সমস্যা শুরু হয়েছিল। তারই জেরে মেয়েটি অবসাদে ভুগছিল বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।
|
ইভটিজিং, লাঠিপেটা
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
সপ্তাহখানেক ধরে ইভটিজিং রুখতে উদ্যোগী হয়েছে আরামবাগ পুলিশ। শুক্রবার তারই ফল পাওয়া গেল হাতেনাতে। এ দিন দুপুরে আরামবাগের ব্লক পাড়ার বিজয় সঙ্ঘের সামনে বসে থাকা কয়েক জন যুবক ওই পথ দিয়ে যাওয়া স্কুলছাত্রীর উদ্দেশে কটুক্তি করে। তক্কেতক্কে ছিল পুলিশ। ওই ছেলেদের লাঠিপেটা করা হয়। পরে কান ধরে ক্ষমা চেয়ে কোনও মতে নিস্তার পায় ইভটিজাররা। এ বিষয়ে আরামবাগের এসডিপিও শিবপ্রসাদ পাত্র বলেন, “মহকুমা জুড়ে চলবে এই অভিযান। অসামাজিকতা কোনও মতেই বরদাস্ত করা হবে না।”
|
হাওড়ায় ভলিবল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আজ, শনিবার হাওড়া সরস্বতী ক্লাবের উদ্যোগে শুরু হচ্ছে প্রদীপ্ত মণ্ডল স্মারক ভলিবল প্রতিযোগিতা। স্থানীয় আটটি ক্লাব অংশগ্রহণ করছে তাতে। পথদুর্ঘটনায় সদ্যপ্রয়াত তরুণ ইঞ্জিনিয়ার প্রদীপ্তের স্মৃতিতে, রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় দু-দিনের টুর্নামেন্ট হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
|
শিশু উৎসব
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
পিপলস অ্যাসোসিয়েশন ফর রিডিং-এর উদ্যোগে উলুবেড়িয়ার তুলসিবেড়িয়া ফুটবল মাঠে ২০-২৬ ডিসেম্বর আয়োজিত হল শিশু উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠান, কবি সম্মেলন, নাটক, বাউল গান, শিশুদের বিজ্ঞান মডেল, ছাত্র-ছাত্রীদের বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। |
|