দুষ্কৃতী ধরতে গিয়ে জখম ওসি নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
বাদুড়িয়ায় সোনার দোকানে পর পর ডাকাতির ঘটনায় জড়িত এক দুষ্কৃতীকে ধরতে গিয়ে জখম হলেন বাদুড়িয়া থানার ওসি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই ঘটনায় জড়িত রয়েছে বাদুড়িয়ার বৈকারা গ্রামের রফিকুল মোল্লা ওরফে হাঁসা। বৃহস্পতিবার রাতে তাকে গ্রফতার করে পুলিশ। তাকে জেরা করে আরও তিনজনকে আটক করা হয়। শুক্রবার রফিকুলের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বসিরহাটের এসিজেএম।
পুলিশ জানায়, রফিকুল জেরায় জানায় যে ডাকাতিতে যুক্ত আর এক জন শুক্রবার সন্ধ্যায় বেড়াচাঁপা থেকে বাদুড়িয়ার দিকে আসবে। সেইমতো ওসি সামসের আলি সাদা পোশাকে ওই রাস্তায় যদুরআটিতে যান। দুষ্কৃতী যাতে পালাতে না পারে সে জন্য বাদুড়িয়ায় চার রাস্তার মোড়ে তিনটি গাড়ি দিয়ে আটকে দেওয়া হয়। সন্ধে ৭টা নাগাদ দুষ্কৃতীরা ম্যাটাডরে করে বেড়াচাঁপা ছাড়াতেই পুলিশ পিছু নেয়। বুঝতে পেরে গাড়ির গতি বাড়িয়ে দেয় দুষ্কৃতীরা। চার রাস্তার মোড়ে এসে তাদের গাড়ি দাঁড়িয়ে পড়লে সুযোগ বুঝে তাতে উঠে পড়ে দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করেন ওসি। চলে ধস্তাধস্তি। হঠাৎই গাড়ির গতি বাড়িয়ে তারা সামনের গাড়িকে ধাক্কা মারে। ধাক্কার চোটে দুষ্কৃতীদের গাড়ি থেকে ছিটকে পড়েন ওসি। সেই সময় পালাতে গিয়ে দুষ্কৃতীদের গাড়ি রাস্তার ধারে একটা দোকানে ধাক্কা মারে। জখম হন দোকানি। এরপরে সুযোগ বুঝে আনারপুরের কাছে মাঠের মধ্যে গাড়ি ফেলে চম্পট দেয় দুষ্কৃতী। পুলিশ গাড়িটি আটক করেছে।
পথ দুর্ঘটনায় মৃত্যু নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার কাউকেপাড়ার কাছে টাকি রোডে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মৃন্ময় সাঁপুই(৫৩)। বাড়ি বসিরহাটের ধান্যকুড়িয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেড়াচাঁপা থেকে মৃন্ময়বাবু যখন সাইকেল নিয়ে ফিরছিলেন তখন কাউকেপাড়ার কাছে পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি লরি নিয়ন্ত্রন হারিয়ে তাঁকে ধাক্কা মারে। লরির ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয় মৃন্ময়বাবুর। লরিটিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গোবরডাঙায় শিশু উৎসব নিজস্ব সংবাদদাতা • গোবরডাঙা
বছরের শেষে শিশু উৎসবে মেতে উঠেছিল গোবরডাঙা। কেন্দ্র সরকারের সংস্কৃতি দফতরের সহযোগিতায় অনুষ্ঠিত এই উৎসবের আয়োজক ছিল স্থানীয় রবীন্দ্র নাট্য সংস্থা। উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান সুভাস দত্ত। এই উৎসবের মধ্যেই আয়োজক সংস্থার উদ্যোগে তৈরি ‘গোবরডাঙা শিশু কিশোর নাট্যচর্চা কেন্দ্রে’র উদ্বোধন করা হয়। জেলা থেকে প্রায় ৬০০জন ছেলে মেয়ে অংশগ্রহণ করেছিল বলে উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে।
প্রতিবাদ, অবরোধ নিজস্ব সংবাদদাতা • জয়নগর
বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ঘিরে ভবন নির্মাণ নিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সামিল হলেন স্থানীয় মানুষ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের তসরলা সরবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে। এ দিন সকালে বাসিন্দারা সকালে সাড়ে ১০টা নাগাদ কুলপি রোডের সরবেড়িয়া মোড়ে অবরোধ করেন। স্কুলের পরিচালন সমিতির কাছে স্মারকলিপি দিয়েছেন। পরে পুলিশ গিয়ে বিষয়টি মেটানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে।
হকার-সম্মেলন নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
সিপিআই এর শ্রমিক সংগঠন এআইটিইউসি অনুমোদিত বনগাঁ মহকুমা মেলা হকার্স ইউনিয়নের দশম সম্মেলন অনুষ্ঠিত হল শুক্রবার। সম্মেলনটি হয় স্থানীয় অভিযান সংঘ মোড় এলাকায়। সম্মেলনে উপস্থিত ছিল প্রায় শ’খানেক প্রতিনিধি। উপস্থিত ছিলেন হকার্স সংগঠনটির মহকুমা সভাপতি শ্যামল বন্দ্যোপাধ্যায় ও জেলা সম্পাদক কুমারেশ কুন্ডু। মেলার হকারদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয় সম্মেলনে।
মন্দিরে চুরি নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
শিব মন্দিরের দরজা ও গ্রিলের তালা ভেঙে গয়না চুরি করে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বনগাঁর কুঠিবাড়ি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অস্ত্র-সহ ধৃত
বৃহস্পতিবার রাতে হাসনাবাদ থানার পুলিশ গুলিভর্তি রিভলভার-সহ এক দুষ্কৃতীকে ন’পাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে। ডাকাতি করতেই সে ওই এলাকায় গিয়েছিল বলে পুলিশকে জানিয়েছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.