বর্ধমান |
একশো দিনের দুর্নীতি
খুঁজতে বিশেষ অডিট |
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: একশো দিন প্রকল্পের টাকা ঠিক মতো খরচ হয়েছে কি না খতিয়ে দেখতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অডিট চালু করছে জেলা প্রশাসন। জেলার ২৭৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো দিনের প্রকল্পে সবচেয়ে বেশি টাকা খরচ হয়েছে, এমন ৩৪টি পঞ্চায়েতে বিশেষ অডিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা বলেন, “কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) অনুমোদিত বেসরকারি অডিটর দিয়ে ওই বিশেষ অডিট করানো হবে। যদি দেখা যায়, প্রকল্পের কাজের সব কিছু আইন ও রীতি মোতাবেক করা হয়নি, পঞ্চায়েতগুলিকে আর ওই প্রকল্পে বাবদ টাকা দেওয়া হবে না।” |
|
নিষেধ সত্ত্বেও সব্জি বিক্রি প্ল্যাটফর্মে, উচ্ছেদে ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া: স্টেশন থেকে বেরোলেই রয়েছে সব্জি বাজার। নতুন প্ল্যাটফর্মে কোনও সব্জি বিক্রেতা বা হকারকে বসতে দেওয়া হবে না, চার বছর আগেই বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। কিন্তু তা মানেননি বেশ কিছু বিক্রেতা। সব্জির পসরা নিয়ে প্ল্যাটফর্মে বসার ফলে ব্যস্ত সময়ে অসুবিধা হয় বলে যাত্রীদের অভিযোগ। তবু প্ল্যাটফর্মে এই বিক্রেতাদের বসতে দিতে হবে, এ বার এই দাবি তুলে আন্দোলনে নেমেছে আইএনটিটিইউসি অনুমোদিত ইস্টার্ন রেলওয়ে হকার্স ইউনিয়নের ব্যান্ডেল-আজিমগঞ্জ লুপ ইউনিট। |
|
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
স্কুল চালুর পরে বছর পার, জোটেনি পড়ুয়া |
|
সুশান্ত বণিক, সালানপুর: শিক্ষাবর্ষের প্রায় গোড়ায় স্কুল খুলেও ছাত্র জোগাড় করা যায়নি। ফলে, পঠন-পাঠনের বালাই নেই। কার্যত কোনও কাজ ছাড়াই বেতন তুলছেন শিক্ষিকারা। গত ফেব্রুয়ারিতে উদ্বোধনের পর থেকে এমনই পরিস্থিতি সালানপুরের উত্তরামপুর-জিৎপুর পঞ্চায়েতের ঘিয়াডোবা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে। এই পরিস্থিতির কারণ কী, সে নিয়ে নানা মত সংশ্লিষ্ট নানা পক্ষের। |
|
নলকূপ থেকে নিকাশি, বেহাল সবই |
নিজস্ব সংবাদদাতা, বুদবুদ: গ্রামের প্রত্যেকটি পাড়ায় দু’টি-তিনটি করে নলকূপ রয়েছে। যদিও তার মধ্যে অধিকাংশই খারাপ। নিকাশি বেহাল। রাস্তা মোরামের হলেও পর্যাপ্ত পরিমাণ মোরামের অভাবে তা এবড়ো- খেবড়ো। ফলে অল্প বৃষ্টিতেই সেগুলি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এমনই অভিযোগ বুদবুদের শালডাঙা গ্রামের বাসিন্দাদের। তাঁদের আরও অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতকে বার বার জানিয়েও ফল মেলেনি। প্রয়োজনে তাঁরাই চলাচলের উপযোগী রাস্তা তৈরি করে নিচ্ছেন। যদিও স্থানীয় চাকতেঁতুল পঞ্চায়েতের প্রধান আভা ভট্টাচার্যের দাবি, এলাকায় অনেক কাজ হয়েছে। |
|
|
টুকরো খবর |
|
|
|
চিত্র সংবাদ |
|
|