খেলার টুকরো খবর |
|
জামুড়িয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জামুড়িয়া ১ চক্রের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল জামুড়িয়া পুরসভা মাঠে। ২৮টি ইভেন্টে ৭০টি স্কুলের ১৭১ জন প্রতিযোগী যোগ দেয়। এ দিন জামুড়িয়া চক্র ২-এর উদ্যোগে জামুড়িয়া ব্লক মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় ২৮টি ইভেন্টে ১৪৬ জন পড়ুয়া যোগ দেয়। ৪৬টি প্রাথমিক বিদ্যালয় এবং ১১টি শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। জামুড়িয়া চক্র ১-এর শিক্ষক-শিক্ষিকারা এ দিন স্কুল পরিদর্শকের হাতে একটি স্মারকলিপি দেন। তাঁদের দাবি, বিপিএলের সঙ্গে প্রাথমিক স্তরের এপিএল পড়ুয়াদেরও পোশাক দিতে হবে। এমনই এক শিক্ষক ষষ্ঠী বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রাথমিক স্তরে শুধু বিপিএল তালিকাভুক্ত পড়ুয়াদের পোশাক দেওয়ায় শিশুমনে বৈষম্য তৈরি হচ্ছে। প্রয়োজনে আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামব।”
|
স্কুল প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
|
পাণ্ডবেশ্বরে চলছে খুদেদের ক্রীড়া প্রতিযোগিতা। ছবি: ওমপ্রকাশ সিংহ। |
নবগ্রাম পঞ্চায়েতের কুমারডিহি ফুটবল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল পাণ্ডবেশ্বরে। ২৮টি ইভেন্টে ৮টি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি শিশুশিক্ষা কেন্দ্রের ১৬৫ জন যোগ দেয়। কুমারডিহি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল ঘোষ জানান, এই প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারীরা ব্লক স্তরে প্রতিযোগিতায় যোগ দেবে।
|
চ্যালেঞ্জ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
বিইউসি আয়োজিত ইস্কো চ্যালেঞ্জ ফুটবলে মঙ্গলবার জয়ী হল যাদবপুর এক্সএফএ। বার্নপুর ফুটবল স্টেডিয়ামে তারা আয়োজক সংস্থাকে ৬-২ গোলে হারায়। |
|