শুভময়ের দাপটেও বাংলার শুভ মহরত হল না |
|
প্রিয়দর্শিনী রক্ষিত, কলকাতা: ‘শুভ মহরত’ যেন হয়েও হল না।
শুভময় দাসের ব্যাটে বাংলার রঞ্জি অভিযানের শুরুটা ‘শুভ’ হতে পারত। আটকে গেল দুটো কারণে। এক, খারাপ আলো। আর দুই, আম্পায়ারের ভুল সিদ্ধান্তে শুভময়ের আউট হয়ে যাওয়া।
রঞ্জি চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এত গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট করতে হবে, তা-ও আবার ওপেনিংয়ে, সেটা ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেও তাঁর জানা ছিল না। জানতে পারেন বৃহস্পতিবার রাতে। |
|
রাহানেকে সচিন বলেন, এ বার আমি পেটাব |
রাজীব ঘোষ, মুম্বই: ওয়াংখেড়ের পাশেই চার্চ গেট স্টেশন। যেখানে প্রতিদিনের মতো মিনিটে-মিনিটে ট্রেন আসছে-যাচ্ছে অনবরত। মুম্বইয়ের জীবনরেখা তো এই রেলই। সেখানে শুক্রবার না কোনও গোলমাল, না কোনও সিগন্যাল-বিভ্রাট। কিন্তু ওয়াংখেড়ের ভিতর যে এত বড় রেল-দুর্ঘটনা ঘটল, তা কয়েকশো ক্রিকেটপ্রেমী ছাড়া কেউ টের পেলেন না। ভরদুপুরে এক ঝড় এসে রীতিমতো তছনছ করে দিল রেলকে। সেই ঝড় স্যান্ডিও না, নিলমও নয়। সেই ঝড়ের নাম সচিন তেন্ডুলকর। |
|
|
রঞ্জিতে ব্যর্থ ভারতীয়
ওপেনিং জুটি |
নিজস্ব প্রতিবেদন: সচিন তেন্ডুলকরের ব্যাটিং ফর্ম নিয়ে ভারতীয় ক্রিকেটসংসারের উৎকণ্ঠার নিরসন মুম্বই-রেলওয়েজ রঞ্জি ম্যাচের প্রথম দিনই হয়ে গেলেও গাজিয়াবাদে কিন্তু অন্য ছবি।
অনেকটা ওয়াংখেড়ের মতোই জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিল্লি-উত্তরপ্রদেশ ম্যাচের দিকেও ভারতীয় ক্রিকেটরসিকদের নজর ছিল এ দিন। এবং সেখানে বিপক্ষের ইমতিয়াজ আমেদের মতো অখ্যাত মিডিয়াম পেসারের সামনেই ভেঙে পড়ল বীরেন্দ্র সহবাগ-গৌতম গম্ভীরের দিল্লি। |
|
|
|
বার্মি আর্মির ই-মেলে ঘায়েল সিএবি |
|
মর্গ্যানের চওড়া কপাল
বনাম কোলাসোর
লিগ-ভাগ্যের লড়াই |
|
|
করিম আসার দিনই বাগানে ট্রফি ঢুকছে |
|
টুকরো খবর |
|
|