কথায় বলে, বাঘে ছুঁলে আঠারো ঘা, পুলিশ ছুঁলে বত্রিশ। কে আন্দাজ করেছিল, বার্মি আর্মি ছুঁলেও বত্রিশ ঘা কপালে জুটতে পারে!
হাজার এক বা দুই নয়, ডিসেম্বরের শীতের ইডেনে ভারত-ইংল্যান্ড টেস্টের জন্য একেবারে বত্রিশ হাজার টিকিট চেয়ে বসল বার্মি আর্মি! পুজোর মাঝে সিএবি-কে ই-মেল মারফত বার্মি আর্মির পক্ষ থেকে বলা হয়, ইডেন টেস্টে বত্রিশ হাজার ইংরেজ সমর্থক গলা ফাটাতে চান দেশের হয়ে। সিএবি কতটা কী করতে পারবে? পুজোতে সিএবি বন্ধ থাকায় সেই ই-মেল দেখা হয়ে ওঠেনি। কিন্তু সিএবি খোলার পর তা দেখে কর্তাদের রীতিমতো চক্ষু চড়কগাছ।
কেন? ঘটনা হচ্ছে, সংস্কারের পর ইডেনে দর্শকাসন কমে দাঁড়িয়েছে আটষট্টি হাজার মতো। বার্মি আর্মির চাহিদা মেটাতে গেলে প্রায় অর্ধেক ইডেন তাদের ছেড়ে দিতে হয়! যা স্বভাবতই অসম্ভব বলে মনে হচ্ছে সিএবি কর্তাদের। কারণ, মোট দর্শকাসন থেকে সিএবি-র অনুমোদিত সংস্থা, সদস্যদের চাহিদা মিটিয়ে হাতে পড়ে থাকে হাজার দশ-বারো টিকিট। যা বরাদ্দ থাকে সাধারণ দর্শকদের জন্য। “বার্মি আর্মি যা চাইছে, সেটা দিতে হলে কলকাতার দর্শকরাই ম্যাচ দেখতে পারবেন না। ওদের চাহিদার অর্ধেকও দেওয়া যাবে কি না সন্দেহ,” বলে দিচ্ছেন সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। বেশ কিছু ইংরেজ সমর্থক আবার এজেন্টের মাধ্যমে টিকিটের চাহিদা পেশ করছেন সিএবি-তে!
বার্মি আর্মি-বোমার ফাঁকে শুক্রবার আরও একটা ই-মেল ঢুকে পড়ল সিএবি-তে। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক টেড ডেক্সটার জানিয়ে দিলেন, ইডেন টেস্টে তিনি আসছেন স্ত্রী সুজানকে নিয়ে। অর্ধশতাব্দী আগের দুই অধিনায়ককে আমন্ত্রণ পাঠানো হয় ইডেন টেস্টে উপস্থিত থাকার জন্য। ইংল্যান্ড অধিনায়ক ডেক্সটার সম্মতি দিয়ে দিলেন। ’৬১-র সিরিজের ভারত অধিনায়ক নরি কন্ট্রাক্টরের সম্মতি পাওয়া এখন শুধু বাকি। এ ছাড়াও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাইলস ক্লার্ক এবং বিশ্বের সবচেয়ে প্রাচীন মেরিলিবোন ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান অলিভার স্টকেনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। |