রঞ্জিতে ব্যর্থ ভারতীয় ওপেনিং জুটি
চিন তেন্ডুলকরের ব্যাটিং ফর্ম নিয়ে ভারতীয় ক্রিকেটসংসারের উৎকণ্ঠার নিরসন মুম্বই-রেলওয়েজ রঞ্জি ম্যাচের প্রথম দিনই হয়ে গেলেও গাজিয়াবাদে কিন্তু অন্য ছবি।
অনেকটা ওয়াংখেড়ের মতোই জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিল্লি-উত্তরপ্রদেশ ম্যাচের দিকেও ভারতীয় ক্রিকেটরসিকদের নজর ছিল এ দিন। এবং সেখানে বিপক্ষের ইমতিয়াজ আমেদের মতো অখ্যাত মিডিয়াম পেসারের সামনেই ভেঙে পড়ল বীরেন্দ্র সহবাগ-গৌতম গম্ভীরের দিল্লি। তরুণ ভারতীয় ক্রিকেট প্রজন্মের আইকন বিরাট কোহলি (১৪) কিংবা অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপজয়ী ভারতীয় দলনায়ক উন্মুক্ত চাঁদের (২৮) মতো উঠতি তারকাও বড় রান পাননি। দিল্লির ২৩৫ রানে অলআউট হওয়াটাও তেমন বড় খবর নয়, যতটা তাৎপর্যপূর্ণ রঞ্জি ম্যাচেও নতুন বলের সামনে ভারতের ওপেনিং জুটি গম্ভীর-সহবাগের ব্যর্থ হওয়াটা। অথচ উইকেটে তেমন কিছু পেসারদের জন্য ছিল না।
সহবাগ ৪৫ বলে ২৫ রান করে প্রবীণ কুমারের (৩-৫৬) বলে আমির খানের হাতে কট বিহাইন্ড হন। সহবাগ ব্যক্তিগত ১৪ রানে ভুবনেশ্বর কুমারের বলে দ্বিতীয় স্লিপে রায়নার হাতে ক্যাচ তুলে বেঁচে যাওয়ার সুযোগটাও নিতে পারেননি। গম্ভীর তার চেয়ে সামান্য বেশি রান (৬৩ বলে ৩২) করে ইমতিয়াজের পাঁচ উইকেটের প্রথম শিকার হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের কয়েক দিন আগেও ভারতের ওপেনিং জুটির ফর্ম নিয়ে দুশ্চিন্তা দূর হল না। কোহলিকেও আউট করেন ইমতিয়াজ (৫-৫৯)। জবাবে সুরেশ রায়নার উত্তরপ্রদেশ দিনের শেষে ৪০-১।
মোহালিতে সদ্য ভারতীয় দলে প্রাক্তন হওয়া ভিভিএস লক্ষ্মণ এবং টেস্ট দলে ফিরতে মরিয়া হরভজন সিংহের রঞ্জি লড়াইয়ে লক্ষ্মণের হায়দরাবাদ হরভজনের পঞ্জাবের বিরুদ্ধে ২৪৪-৭। লক্ষ্মণ (২৩) কিংবা হরভজন (০-৩৯) কেউই অবশ্য দাগ কাটতে পারেননি। অথচ হরভজনের সতীর্থ স্পিনার অমিতোজ সিংহ সফল (৩-৩৩)। বরং জাতীয় দলের পেসার উমেশ যাদবের দুরন্ত বোলিংয়ের (৫-১৮) সঙ্গে সন্দীপ সিংহ (৪-১১) মানানসই হয়ে ওঠায় বিদর্ভ মাত্র ৩৭ ওভারে ৫৫ রানে ধসিয়ে দিয়েছে হরিয়ানার প্রথম ইনিংস। যারা আর ক’দিন পরেই ইংল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে। বিদর্ভ দিনের শেষে ৭৮-২।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.