আগে দু’বার ভেস্তে যাওয়া কলকাতা লিগে পুলিশ এসি-মহমেডান ম্যাচ অবশেষে শুক্রবার যুবভারতীতে শেষ হলেও কোনও দলই গোল করতে না পারায় তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলেন না অসীম-জয়ন্তরা। শিশির ঘোষের দলের বিরুদ্ধে সুযোগ নষ্ট করার খেসারত দিয়ে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকলেন অলোক মুখোপাধ্যায়ের ছেলেরা। এ দিন যুবভারতীতে হাজির আইএফএ কর্মীদের তৎপরতায় বড় বিপদের হাত থেকে বেঁচে গেলেন মহমেডানের নাইজেরীয় ফুটবলার ডেভিড সানডে। প্রথমার্ধের আট মিনিটে ডান দিক থেকে আসা কর্নারে মাথা ছোঁয়াতে গিয়ে গোলপোস্টের সঙ্গে সংঘর্ষ হয় এই বিদেশির। সঙ্গে সঙ্গে মাঠে অজ্ঞান হয়ে পড়েন। কান দিয়ে রক্ত বেরিয়ে আসে। এর পরেই দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই জ্ঞান ফেরে। মহমেডানের অন্যতম শীর্ষকর্তা কামারুদ্দিন রাতে জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ডেভিড। আপাতত বিপন্মুক্ত। পাঁচ ম্যাচে মহমেডানের পয়েন্ট দাঁড়াল আট।
|
পরের সপ্তাহে লন্ডনে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের আগে শেষ টুর্নামেন্টে প্রথম ম্যাচেই হেরে গেলেন লিয়েন্ডার পেজ। তবে প্যারিস মাস্টার্সে নিয়মিত পার্টনার (যাঁকে নিয়ে লন্ডনে খেলবেন) রাদেক স্টেপানেকের পরিবর্তে যুরগেন মেলজারকে নিয়ে খেলেন তিনি। লিয়েন্ডাররা হারেন অখ্যাত ফরাসি জুটি ওউয়ান-রেনাভাঁর কাছে ৬-৭ (৫-৭), ৪-৬। স্টেপানেক সিঙ্গলসে খেলায় বিশ্ব মিটের কথা ভেবে প্যারিসে ডাবলস খেলার ঝুঁকি নেননি। যেমন লন্ডনের টুর্নামেন্টের আগে ক্লান্তির ভয়ে ফেডেরার প্যারিস থেকে নাম তুলে নিয়েছেন। তবে মহেশ ভূপতি-রোহন বোপান্নার কাছে প্যারিসেই শেষ সুযোগ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে যাওয়ার টিকিট পাওয়ার। পঞ্চম বাছাই ভারতীয় বিশ্ব র্যাঙ্কিংয়ে আট নম্বরে আছে। এবং প্রথম আটটা দলই বিশ্ব মিটে ডাবলসে খেলবে। ছ’টা জুটি নির্ধারিত হয়ে গিয়েছে। শেষ দু’টো স্থানের জন্য লড়াই ভূপতি-বোপান্না, কুরেশি-রজার এবং ফ্রিস্টেনবার্গ-মাটকোস্কি, তিন জুটির মধ্যে। শেষোক্ত পোলিশ জুটির সঙ্গেই প্যারিসে প্রি-কোয়ার্টারে ভূপতিদের লড়াই। জিততে পারলে এক রকম বিশ্ব ডাবলস টুর্নামেন্টে চলে যাবে ভারতীয় জুটি। প্রথম ম্যাচে ভূপতিরা ফরাসি টিম বেনেতেউ-মানারিনাকে হারান ৬-০, ৬-৪।
|
সর্বভারতীয় টেনিস সংস্থা (এআইটিএ) সম্পূর্ণ নতুন এক পদ তৈরি করে তার দায়িত্ব দিল বাংলার টেনিস কর্তা হিরন্ময় চট্টোপাধ্যায়কে। দিল্লিতে এআইটিএ প্রেসিডেন্ট অনিল খন্নার নেতৃত্বাধীন কার্যকরী কমিটি ফেডারেশনের আজীবন প্রেসিডেন্ট যশবন্ত সিনহার সঙ্গে বৈঠকের পরে বাংলা টেনিস সংস্থার (বিটিএ) সচিব হিরন্ময়কে এআইটিএ-র সিইও মনোনীত করে। ১ নভেম্বর, ২০১২ থেকেই ফেডারেশনের কার্যকরী কমিটির অন্যতম সদস্য হিরন্ময়ের নতুন দায়িত্বভার কার্যকর হয়ে গিয়েছে। ভারতীয় টেনিসের প্রশাসনিক কাজকর্মের সঙ্গে ৩৬ বছর ধরে যুক্ত তিনি। সংস্থার আরও ভাল ম্যানেজমেন্টের উদ্দেশে এআইটিএ নতুন সিইও পদ তৈরি করল বলে এ দেশের টেনিসমহলের কাছে খবর। অনেকে মনে করছেন, সম্প্রতি (বিশেষ করে অলিম্পিকে) জাতীয় দল নির্বাচন ঘিরে তীব্র সঙ্কট তৈরি হওয়ার পর এআইটিএ-র ম্যানেজমেন্ট যে কিছুটা হলেও সমস্যাকীর্ণ সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল। সংস্থায় সিইও এনে এআইটিএ সেই সমস্যা দূর করার দিকে পদক্ষেপ নিল। |