বর্ধমান |
মঙ্গলকোটে বোমায়
যুবকের মৃত্যুতে ধৃত ৫ |
নিজস্ব সংবাদদাতা, মঙ্গলকোট: বোমায় তৃণমূল কর্মীর ভাই নিহত হওয়ার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার মঙ্গলকোটের ন’পাড়া গ্রামে নিহত হন লাল্টু মল্লিক নামে ওই যুবক। পুলিশ জানায়, নিহতের স্ত্রী এই ঘটনায় ২৯ জনের নামে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতেই বুধবার রাতে পাঁচ জনকে ধরা হয়েছে। বুধবার সকালে মঙ্গলকোটের ঝিলু পঞ্চায়েতের ন’পাড়া গ্রামে একশো দিনের কাজে পুকুর খোঁড়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল বাধে। |
|
কালনায় দিঘিতে ডুবে মৃত্যু যুবকের |
নিজস্ব সংবাদদাতা, কালনা: যৌনপল্লিতে গিয়ে দিঘির জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। বুধবার রাতে কালনা শহরের কদমতলা এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম বাপি বিশ্বাস (২৬)। বাড়ি নদীয়ার শান্তিপুরের সারদাপল্লিতে। স্থানীয় সূত্রে খবর, এ দিন রাত ৮টা নাগাদ কদমতলা এলাকায় পুলিশ অভিযান চালায়। ভয় পেয়ে দিঘিতে ঝাঁপ দেয় বাপি। পরে রাত সাড়ে ১১টা নাগাদ তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। |
|
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
ধাক্কা মেরে খনিগর্ভে, ৭ দিন পর উদ্ধার কিশোর |
|
নিজস্ব সংবাদদাতা, রানিগঞ্জ: ১৬০ ফুট গভীর খনিগর্ভে ফেলে খুনের চেষ্টা সত্ত্বেও সাত দিন পরে বেঁচে ফিরল রানিগঞ্জের এক কিশোর। এ যেন ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ক্যানিয়নে পড়ে যাওয়া অ্যারন র্যালস্টনের কাহিনিরই পুনরাবৃত্তি। পাঁচ দিন সাত ঘণ্টা পাথরের খাঁজে আটকে থাকার পরে যিনি নিজের ডান হাত কেটে ফেলে উদ্ধার পেয়েছিলেন। |
|
ঠেলে ফেলে দেওয়া হয় চিন্টুকে, গ্রেফতার জেঠা |
নিজস্ব সংবাদদাতা, রানিগঞ্জ: সাত দিন খনিগর্ভে আটকে থেকে বেঁচে ফিরেছে সে। কিন্তু রানিগঞ্জের চিন্টু গোপের আতঙ্ক সেখানেই শেষ নয়। কারণ ঘটনাটা নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুনের ছক, সেই প্রশ্ন এখন সামনে আসছে। এবং চিন্টুর নিজের জ্যাঠামশাই তারকনাথ গোপই সন্দেহের তালিকায় প্রথম নাম। খুনের চেষ্টার অভিযোগে এ দিন তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। |
|
|
|
বেহাল সেতুতে নিত্য
যানজট বাঁকুড়া মোড়ে |
|
টুকরো খবর |
|
|
|
|
|
|