|
|
|
|
খেলার খবর |
কুলটিতে ফুটবল অ্যাকাডেমির উদ্যোগ সেলের
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
|
মহমেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে কুলটিতে একটি ফুটবল অ্যাকাডেমি গড়তে উদ্যোগী হল সেল গ্রোথ ডিভিশনের কুলটি ইউনিট। বুধবার এ বিষয়ে দু’পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে।
মোহনবাগান ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে দুর্গাপুরে একটি ফুটবল অ্যাকাডেমি রয়েছে সেলের। সেল গ্রোথ ডিভিশনের কুলটি ইউনিটের ডিজিএম কৃষ্ণকান্ত তিওয়ারি জানান, কুলটিতে একটি ফুটবল অ্যাকাডেমি গড়ার প্রস্তাব সংস্থা বহু দিন আগেই নিয়েছিল। গত বছরখানেক ধরে এ ব্যাপারে কলকাতার মহমেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে কথা চলে। দু’পক্ষ সহমত হওয়ায় অবশেষে অ্যাকাডেমি গঠনের চুক্তি হয়েছে। ডিজিএম বলেন, “আমরা অ্যাকাডেমির জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগত সহায়তা দেব। ফুটবল সংক্রান্ত কারিগরি প্রশিক্ষণ ও অ্যাকাডেমির খরচ বহন করবে মহমেডান স্পোর্টিং ক্লাব।” মহমেডান ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজু আহমেদ জানান, ক্লাবের মহাসচিব সুলতান আহমেদের পরামর্শ মতো তাঁরা অ্যাকাডেমি গঠনের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন। |
|
ছবি: শৈলেন সরকার। |
তিনি বলেন, “সেলের তরফে কুলটিতে যে পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছে, তা দেখার পরে আমরা খুশি। এর পরেই আমরা চুক্তিপত্রে সই করেছি।”
রাজু আহমেদ জানান, আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে বাছাই করে ১২ থেকে ১৬ বছরের খেলোয়াড়দের এই অ্যাকেডেমিতে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথমে প্রায় চল্লিশ জনকে নিয়ে শুরু হবে। অ্যাকাডেমির নিজস্ব ঘরে তাদের থাকা, খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা করা হবে। খেলোয়াড়েরা পছন্দমতো ভাষায় পড়াশোনা করতে পারবে। রাজু আহমেদ বলেন, “প্রশিক্ষণের যাবতীয় খরচ আমরা বহন করব। এ ব্যাপারে একটি বেসরকারি সংস্থা অর্থসাহায্য করবে।” সেল গ্রোথ ডিভিশনের কুলটি ইউনিটের তরফে কৃষ্ণকান্ত তিওয়ারি জানান, কুলটির নেহরু স্টেডিয়াম ও যাবতীয় সরঞ্জাম দেওয়া হবে অ্যাকাডেমিকে। এ ছাড়া খেলোয়াড়দের থাকার জন্য কুলটি কারখানার তিনটি বাংলো দেওয়া হবে।
এক সময়ে ইস্কো কারখানার কুলটি ইউনিটের একটি নিজস্ব ফুটবল দল ছিল। দেশের নানা প্রান্তে এই দল খেলতে যেত বলে জানান এলাকাবাসী। ২০০৩ সালে কারখানা বন্ধ হওয়ার পরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কয়েক বছর ফুটবল দলটি চলেছিল। কিন্তু বাসিন্দাদের পক্ষে খরচ বহন করা সম্ভব না হওয়ায় বর্তমানে খেলাধুলো প্রায় বন্ধ। এই অবস্থায় একটি নতুন ফুটবল অ্যাকাডেমি গড়ার উদ্যোগে এলাকার ক্রীড়ামোদীরা খুশি। কুলটি কারখানার ফুটবল দলের প্রাক্তন সম্পাদক দীপক চন্দের আশা, “অ্যাকাডেমিটা ঠিক মতো চললে আবার খেলাধুলোর পরিবেশ ফিরবে।” ইস্কোর প্রাক্তন খেলোয়াড় তথা কারিগরি নির্দেশক পল্লব মুখোপাধ্যায় আবার বলেন, “এলাকার ছেলেরা অ্যাকাডেমিতে সুযোগ পেলে ভাল হবে।” তবে খুশি হওয়ার পাশাপাশি সংশয়ও রয়েছে। চুক্তি সই হলেও প্রকৃতপক্ষে কবে এই অ্যাকাডেমি চালু হবে, চালু হলেও যে সব পরিকাঠামো দেওয়ার কথা জানানো হচ্ছে, তা আদৌ থাকবে কি না, এ সব নিয়ে সংশয়ে এলাকাবাসী। এ ছাড়া, অ্যাকাডেমি চালু হলে কেউ কেউ তা নিজেদের স্বার্থেও ব্যবহার করতে পারেন বলে আশঙ্কা ক্রীড়াপ্রেমীদের। |
নকআউট বাস্কেটবল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান সদর নক আউট বাস্কেটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে শিবাজী সংঘ বি এবং কল্যান স্মৃতি সংঘ এ দল। শিবাজী ৫০-৩০ পয়েন্টে বর্ধমান ক্লাবকে ও কল্যান ৪৮-২৮ পয়েন্টে সিএমএস এ-কে হারিয়েছে। বাস্কেটবল লিগে দুটি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে কল্যান স্মৃতি সংঘ এ এবং দক্ষিন বর্ধমান অ্যাথলেটিক ক্লাব। কল্যান ৭১-৪৯ পয়েন্টে শিবাজীকে ও দক্ষিন বর্ধমান ৮০-৪৫ পয়েন্টে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠেছে। এই চার দলকে নিয়েই সুপার ফোর পর্ব শুরু হয়েছে। |
|
|
|
|
|