৮ সুন্দর গন্ধের জন্য মাধবী
তুলসী ইত্যাদির নাম।
৯ শ্রুত, কানে এসেছে।
১০ মাতৃপরিচয়ে অরুণ ও গরুড়।
১১ পর্বতের গুহা, আদা।
১২ রক্তপায়ী, রাক্ষস।
১৪ হাতের বালা, কঙ্কণ।
১৫ হলুদ রঙের মৌলিক পদার্থ, সালফার।
১৬ ‘ঘোমটা মাথায় ছিল না তার মোটে,/
—পিঠের পরে লোটে’।
১৭ কবিগানে সমাধানের জন্য
দেয় সমস্যা, উতোর।
১৮ অজানা তথ্যাদি পরিবেশন, ‘এ বিষয়ে করুন’।
২০ মালতীজাতীয় এক ফুল,
অভিনব মল্লিকা।
২২ পটুতা, নিপুণতা।
২৪ বলবৃদ্ধিকারী।
২৬ দেওয়া, ন্যস্ত করা, দায়িত্ব।
২৭ ব্যাকরণের নিয়ম বা
সূত্রের ব্যতিক্রম, এ সিদ্ধ।
২৮ মহারাষ্ট্রের বিশ্বখ্যাত এক গুহামন্দির।
২৯ ‘চন্দ্রশেখর’-এর এক নায়ক।
৩০ নৃপতি, রাজা।
৩২ যা দিয়ে রাঙানো হয়, নখ।
৩৪ কালীর উপাসক।
৩৫ তথ্যের উপর ভরসা।
৩৬ পৃথিবী সম্বন্ধীয়, ঐহিক। |
|
১ অসুরতুল্য।
২ ‘মহাভারত’নিয়ে
রবীন্দ্রনাথের এক খণ্ডকাব্য।
৩ ন্যায্য দাবিদার।
৪ বিমর্ষ বা ম্লান মুখ।
৫ এই রায় জনপ্রিয় এক
রবীন্দ্রসংগীত শিল্পী।
৬ নতুনত্বহীন, একঘেয়ে।
৭ শোক দূর হয়েছে এমন।
১৩ ‘মালতীমালিনী
কোথা প্রিয়—’, সেবিকা।
১৬ মাথা ন্যাড়া করা হয়েছে এমন।
১৮ ‘নিরাপদ’-এর পরপদ।
১৯ তৎকালীন।
২১ ভিস্তি, মশা।
২২ ‘আমি ঢালিব করুণাধারা,/
আমি ভাঙিব—’।
২৩ বাগ্ধারায় অত্যন্ত
রোগা বা দুর্বল ব্যক্তি।
২৫ ঋতুরাজকালীন অভিসার।
২৬ ‘রূপসাগরে ডুব
দিয়েছি—আশা করি’।
২৮ অবসর, ফাঁক।
২৯ যিনি প্রশ্ন করেন।
৩১ কালিদাস যে সভার
অন্যতম পণ্ডিত।
৩৩ কদম্ববন। |