টুকরো খবর
সীতাহাটিতে শুরু হল সেতু তৈরির কাজ
নিম্নমানের কাঠ দিয়ে সেতু তৈরির অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছিল তৃণমূলের একাংশ। পঞ্চায়েতের বিরুদ্ধে বিডিও-র কাছে অভিযোগও জানায় তারা। বিডিও কাজ শুরু নির্দেশ দিয়েছিলেন। অবশেষে বৃহস্পতিবার থেকে সেতু তৈরি শুরু হয়েছে কেতুগ্রাম ২ ব্লকের বিধানপল্লিতে। গ্রামের তিন দিক জলে ঘেরা। আর এক দিকে খেত জমি। গ্রামে ঢুকতে গেলে ভরসা বাঁশের সাঁকো। বর্ষাকালে ভরসা নৌকা। সীতাহাটি পঞ্চায়েত সূত্রে খবর, একশো দিনের কাজে চার লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। কিন্তু সম্প্রতি তৃণমূলের একাংশ সেই কাজে বাধা দেন বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতা শ্যামল মুখোপাধ্যায় অভিযোগ করেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হওয়ায় গ্রামবাসীই বাধা দিয়েছেন। অভিযোগ পেয়ে বিডিও হেমন্ত ঘোষ ঘটনাস্থল ঘুরে পঞ্চায়েতকে কাজ শুরুর নির্দেশ দিয়েছিলেন। বৃহস্পতিবার বিডিও বলেন, “কাজ শুরু হয়েছে।” শ্যামলবাবুও বলেন, “একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সব পক্ষের সঙ্গে কথা বলার পরে কাজ শুরু হয়েছে।”

দেড়শো বছর পূর্তি
আনুখাল উচ্চ বিদ্যালয়ের দেড়শো বছর পূর্তিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হল বৃহস্পতিবার। কালনা ২ ব্লকের ওই অনুষ্ঠানে একাদশ শ্রেণির একটি শ্রেণি কক্ষেরও উদ্বোধন হয়। ছিলেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, মহকুমাশাসক সুমিতা বাগচি-সহ বেশ কিছু বিশিষ্ট জন। স্কুল সূত্রে খবর, এলাকার ভগবতীপ্রসাদ পাল ১৮৬৩ সালে স্কুলটি তৈরি করেন। ১৮৯০ সালে তৎকালীন বৃটিশ সরকার স্কুলটিকে ২০টাকা অনুদান দেয়। ১৯৭২ সালে মেলে সরকারি অনুমোদন। চলতি বছরের ১৭ মে দ্বাদশ শ্রেণি অবধি পঠন-পাঠনের অনুমোদন পায় স্কুলটি। স্কুল কর্তৃপক্ষের দাবি, এতে আনুখাল, সাধপুকুর, জয়পুর, অকালপৌষের মতো গ্রামের ছাত্র-ছাত্রীদের সুবিধা হবে।

পথ দুর্ঘটনায় মৃত দুই, আহত নয়
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। নাম হারান দাস (৪২) ও কালী দাস (৫০)। বাড়ি কলকাতার বেলঘরিয়ায়। বুধবার সকালে দুর্গাপুরে একটি ম্যাট্যডরে চড়ে বিয়েবাড়িতে মাছ পৌঁছতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ম্যাটাডরটি একটি লরির পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান দু’জন। আহত হয়েছেন ৯ জন। ম্যাটাডরের চালককে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আট জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।

পার্ট ৩-এর ফল
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ পার্ট-৩ অনার্সের ফল প্রকাশিত হল। ১৬৭৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১৪৪০ জন। পাশের হার ৭৯.০১ শতাংশ। প্রথম শ্রেণিতে উত্তীর্ণের সংখ্য ৭৭৮। ‘পার্ট নয় ক্লিয়ার্ডে’র সংখ্যা ২২৮৬। গত বার পরীক্ষায় পাশের হার ছিল ৭৪.৬৯ শতাংশ। পরীক্ষার দু’মাসের মধ্যে ফল প্রকাশ হল বলে পরীক্ষা নিয়ামক সুকুমার মুখোপাধ্যায় জানান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.