সিডনির বর্ষবরণ আকাশে ধোনিদের জন্য আলো-আঁধারি |
গৌতম ভট্টাচার্য, সিডনি: সকাল এগারোটার মেলবোর্ন-সিডনি কোয়ান্টাস ফ্লাইটটা যখন বার বার দুর্যোগের মধ্যে পড়ছে! যখন সিটবেল্ট বাঁধার সঙ্কেত আসছে একটু পর পর! তখন প্লেনে বসা ভারতীয় ক্রিকেটারদের নিশ্চয়ই মনে হচ্ছিল, এ বার কি তা হলে সিডনিতেও দুর্যোগ সমুৎপন্নে? পাশে বসা অস্ট্রেলিয়ানদের ঝাঁকটাকে কিন্তু বিপন্ন মনে হল অন্য কারণে। |
|
|
আগ্রাসনটা ধরে রাখুক প্যাটিনসন, বলছেন লি |
|
সংবাদসংস্থা, মেলবোর্ন: জেমস প্যাটিনসনে মুগ্ধ ব্রেট লি। লি চান, যে আগ্রাসন ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে
তাঁর উত্তরসূরি দেখিয়েছেন সেটা যেন বাকি সিরিজেও থাকে। একুশে পা দেওয়া প্যাটিনসনকে প্রশংসায়
ভরিয়ে দিয়ে লি-র মন্তব্য, “আমার মনে হয় ও যেটা দেখিয়েছে, সেটা আসলে একটা
নিয়ন্ত্রিত আগ্রাসন। এমনিতে আগ্রাসনেরও একটা লক্ষ্মণরেখা থাকে। |
|
হোয়াটমোর অপসারিত কেকেআর থেকে |
|
গৌতম ভট্টাচার্য, সিডনি: সরকারি ভাবে বলা হচ্ছে পদত্যাগ করলেন। কিন্তু আসল খবর হল, ডাভ হোয়াটমোরকে হেড কোচের পদ থেকে অপসারণ করল কেকেআর। চুক্তির এক বছর বাকি থাকতেই জানিয়ে দিল, কোচ এবং ফ্র্যাঞ্চাইজির রাস্তা যে নতুন বছরের প্রথম দিন থেকে আলাদা হয়ে গেল। সরকারি ভাবে কেকেআর ম্যানেজমেন্ট এ নিয়ে মুখ খুলতে চায় না। |
|
গাও-বিদায়ের শর্ত নিয়ে
আলোচনা শুরু ইস্টবেঙ্গলে |
ব্যারেটো ছাড়াই পুণে
যাচ্ছে মোহনবাগান |
|
ডার্বি ম্যাচ খেলাতে
আসছেন বিশ্বকাপার রবসন |
নববর্ষের সূচনাতেই
ক্রিকেটে মোহন-ইস্ট |
|
জন্মদিনেই হার ফার্গুসনের |
|
|