নতুন বছরের শুরুতেও পুরো দল পাচ্ছে না মোহনবাগান। ফের ওডাফা ওকোলির ভরসা করেই পুণে জয় করতে চাইছেন সুব্রত ভট্টাচার্য। মোহন টিডির লক্ষ্য ম্যাচ জিতে প্রথম পর্ব ২৭ পয়েন্টে শেষ করা।
আই লিগের প্রথম পর্বের শেষ ম্যাচ খেলতে রবিবার সকালেই পুণে উড়ে যাচ্ছে মোহনবাগান। মঙ্গলবার অভ্র মণ্ডলদের পুণে এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এই ম্যাচে অবশ্য থাকছেন না দুই বিদেশি হোসে ব্যারেটো এবং ড্যানিয়েল জেলেনি। সুনীল ছেত্রী চোটের জন্য বাইরে। ব্যারেটোও নেই। এই অবস্থায় ওডাফার সঙ্গে অসীম বিশ্বাসকে রেখেই দল সাজাতে চাইছেন সুব্রত। শনিবার অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছেন প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাকে দেখে ফেরার পথে সুব্রত বললেন, “আমরা এখন তিন নম্বরে আছি। প্রথম পর্বের শেষে ওই জায়গাটা ধরে রাখতে চাই। কিন্তু এত চোট আঘাত যে কী ভাবে দল নামাব বুঝতেই পারছি না।” সুব্রত যা হিসেব দিচ্ছেন তাতে সুরকুমার ও গৌরাঙ্গ দত্তের চোট থাকায় তাঁর হাতে ডানদিকের ফুটবলারই নেই। বাধ্য হয়েই প্রদীপকে রাইটব্যাক খেলানোর কথা ভাবছেন তিনি। কিন্তু ভয় পাচ্ছেন পুণের উইং আক্রমণ শ্লথ প্রদীপ সামলাতে পারবেন তো? হাদসন সুস্থ থাকলে ডানদিকে নবিকে খেলাবেন ঠিক করেছেন তিনি। শেষ ছ’ম্যাচে ডেরিক পেরেরার পুণে হারেনি। জিতেছে চারটিতে। যার মধ্যে রয়েছে সালগাওকর এবং চার্চিলের বিরুদ্ধে জয়। তার সঙ্গে তো আছেই অভ্রর দুর্দান্ত ফর্ম। মোহনবাগানের পুণের পরীক্ষা তাই মোটেই সহজ নয়।
এয়ার ইন্ডিয়া ম্যাচে পাওয়া কোমরের চোট এখনও সারেনি ব্যারেটোর। মোহন-অধিনায়ক শনিবার সকালে অনুশীলনেই আসেননি। আর সদ্য চোট সারিয়ে ওঠা ড্যানিয়েল ফের গোড়ালিতে চোট পেয়েছেন জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। আর এক ডিফেন্ডার সুরকুমারও যাচ্ছেন না দলের সঙ্গে। তবে সুস্থ হয়ে মাঠে ফিরছেন হাদসন লিমা। হাত ভাঙায় মণীশ মৈথানিও নেই দলে। কলকাতা লিগে শুক্রবার ২-০ এগিয়ে গিয়েও ম্যাচ জিততে পারেনি মোহনবাগান। মোহনবাগান কোচ প্রশান্ত বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিচ্ছেন, “আই লিগে অন্য রকম খেলবে মোহনবাগান। অনেক ফুটবলারকে পুণে ম্যাচে আমরা পাব।” |