পি এল এসে বিশ্বকাপাররা মাঠে নামার আগেই মাঠে নেমে পড়ছেন বিশ্বকাপের রেফারি রবসন ইমাটভ। কলকাতা লিগের ডার্বি ম্যাচ খেলাতে। ইস্টবেঙ্গল-মোহনবাগানের ওই ম্যাচ ৭ জানুয়ারি।
পেলে, মারাদোনা, জিকো, লিওনেল মেসি, ফোরলান, অলিভার কানদের মতো তারকার তারকাকে দেখেছে কলকাতা। কিন্তু রবসনের মতো ফিফা প্যানেলের হাই প্রোফাইল রেফারি কখনও চাক্ষুস করেনি শুধু বাংলার নন, ভারতের কোনও ফুটবল-প্রেমীই। শেষ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের বাঁশি উঠেছিল উজবেকিস্তানের এই রেফারির মুখে। শুধু তাই নয়, আর্জেন্তিনা-জার্মানির কোয়ার্টার ফাইনাল, নেদারল্যান্ডস-উরুগুয়ের সেমিফাইনাল ম্যাচ খেলিয়েছেন রবসন। চার বার এশিয়ার সেরা রেফারি নির্বাচিত হওয়া সেই রেফারিকেই যুবভারতীতে দেখা যাবে টোলগে-পেন বনাম ওডাফা-ব্যারেটোর লড়াই সমলাতে। তাঁর সঙ্গে যে দু’জন সহকারী রেফারি আসছেন তাঁরাও বিশ্বকাপ খেলিয়েছেন। দু’জনেই উজবেকিস্তানের। এঁরা হলেন রাসুলভ আব্দুল হামিদুল্লো এবং সাইডভ জাখনজির। তবে ডার্বি ম্যাচের ম্যাচ কমিশনার ও চতুর্থ রেফারি বাছা হচ্ছে রাজ্য রেফারি সংস্থার প্যানেল থেকেই। আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় শনিবারই হাতে পেয়েছেন উজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। বললেন, “বড় ম্যাচে রেফারিং করা ছাড়াও এখানকার রেফারিদের সঙ্গে নানা বিষয় নিয়ে ম্যাচের পরদিন আলোচনা করবেন রবসন। এতে আমাদের রেফারিরা উপকৃত হবেন।” রবসন-সহ পুরো রেফারি টিম শহরে পৌঁছচ্ছে ৬ জানুয়ারি।
এমনিতে পয়েন্টের বিচারে এই ম্যাচে অনেকখানিই এগিয়ে মর্গ্যানের টিম। পরিস্থিতি যা তাতে বড় ম্যাচ জিতলেই প্রায় লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্টবেঙ্গল। মোহনবাগান পিছিয়ে পড়লেও সম্মানের এই ম্যাচে তারা জিততে চাইবেই। কিন্তু দু’দলের রেষারেষির কথা ভেবেই কোনও ঝুঁকি নিতে চাইছে না আই এফ এ। টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। |