সত্তরতম জন্মদিনটা ভাল কাটল না স্যর অ্যালেক্স ফার্গুসনের। বছরের শেষটা মধুরেণ সমাপয়েৎ হল না। ব্ল্যাকবার্নের কাছে ২-৩ হেরে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। লিগ টেবিলের শীর্ষস্থানটাও ছেড়ে দিতে হল চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটিকে।
ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরুর সময় অতি বড় ব্ল্যাকবার্ন সমর্থকও বোধহয় ভাবতে পারেননি ম্যান ইউ-কে হারানো যাবে। ম্যাচে ওঠা-নামা ছিল যথেষ্ট। ১৬ মিনিটেই এগিয়ে যায় ব্ল্যাকবার্ন। পেনাল্টি থেকে গোল করেন ইয়াকুবু। বিরতির পরে তিনি ফের গোল করেন। বার্বেতোভ ৫২ এবং ৬২ মিনিটে গোল করে কিছুক্ষণের জন্য সমতা ফেরালেও লাভ হয়নি। ম্যাঞ্চেস্টারের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন হ্যানলি। এই ম্যাচ হেরে ১৯ ম্যাচে ম্যাঞ্চেস্টারের পয়েন্ট ৪৫। সিটি-র পয়েন্টও এক কিন্তু তারা একটা ম্যাচ কম খেলেছে।
শনিবার অঘটন ঘটল স্ট্যামফোর্ড ব্রিজেও। অ্যাস্টন ভিলার কাছে ১-৩ হেরে গেল চেলসি। অ্যাস্টন ভিলার হয়ে গোল করেন আয়ারল্যান্ড, পেত্রোভ ও বেন্ট। চেলসির হয়ে একমাত্র গোল দ্রোগবার। শনিবারের হারের ফলে লিগ টেবিলে এখন পাঁচ নম্বরে চেলসি। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪।
এ দিনের অন্য ম্যাচে নিউকাসলকে ৩-১ হারাল লিভারপুল। লিভারপুলের হয়ে দু’টি গোল করেন বেলামি। একটি জেরার। নিউকাসল এগিয়ে গিয়েছিল অ্যাগরের আত্মঘাতী গোলে। |