সরকারি ভাবে বলা হচ্ছে পদত্যাগ করলেন। কিন্তু আসল খবর হল, ডাভ হোয়াটমোরকে হেড কোচের পদ থেকে অপসারণ করল কেকেআর। চুক্তির এক বছর বাকি থাকতেই জানিয়ে দিল, কোচ এবং ফ্র্যাঞ্চাইজির রাস্তা যে নতুন বছরের প্রথম দিন থেকে আলাদা হয়ে গেল।
সরকারি ভাবে কেকেআর ম্যানেজমেন্ট এ নিয়ে মুখ খুলতে চায় না। কিন্তু অস্ট্রেলিয়ার খবর, প্রাক্তন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সঙ্গে মাসখানেক ধরেই ফ্র্যাঞ্চাইজির সম্পর্ক খুব তিক্ত হচ্ছিল। তিক্ততার কারণ হোয়াটমোর পাকিস্তানের কোচ হতে চেয়ে পাক বোর্ডের সঙ্গে কথা শুরু করেছিলেন। কাগজে হোয়াটমোরের আগ্রহের খবর বেরিয়েও যায়। গত পরশু মেলবোর্নে ওয়াসিম আক্রম বলছিলেন, “মনে হচ্ছে হোয়াটমোরই আমাদের কোচ হবে।”
কিন্তু সরকারি ভাবে পাক বোর্ড এখনও কোনও ঘোষণা করেনি। শোনা যাচ্ছে চূড়ান্ত কথাবার্তা এখনও কিছু বাকি। |
কেকেআর এ ব্যাপারে হোয়াটমোরের সঙ্গে কথাও বলেছিল। কিন্তু তিনি পরিষ্কার করে কিছু না জানিয়ে সময়সীমা পিছোচ্ছিলেন। কিন্তু কেকেআর কর্তারা সম্ভবত আর অপেক্ষা করতে রাজি নন। ১৫-১৬ জানুয়ারি কলকাতায় তাদের ক্যাম্প রয়েছে। ৪ ফেব্রুয়ারি গোয়ায় আইপিএল নিলাম। তাঁরা এখনই কে এ মরসুমের কোচ, নির্দিষ্ট ভাবে জানতে চান। হোয়াটমোর দোনোমোনো করছেন দেখে এক রকম বাধ্য হয়েই তাঁকে বলে দেওয়া হল, মানে মানে সরে যাও। নইলে চিঠি দিয়ে অপসারণ করা হবে। সরকারি ভাবে যদিও কেকেআর কর্তারা এ নিয়ে মুখ খুলতে চাইছেন না।
কেকেআরের অভ্যন্তরে হোয়াটমোর নিয়ে ঘটনাক্রমে ব্যাপক বিস্ময়ের সৃষ্টি হয়েছে। এর আগেও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব মাঝপথে ছেড়ে তিনি কেকেআরের দায়িত্ব নেন। তখন বোর্ড কর্তারাও খুব চটে গিয়েছিলেন। এ বার কেকেআরের মেয়াদ বাকি থাকতে থাকতেই কথা শুরু করেন পাক বোর্ডের সঙ্গে। কেকেআর কর্তারা আরও আশ্চর্য হয়ে যাচ্ছেন টিম যেখানে তিনি একাই চালাতেন, সেখানে হঠাৎ প্রকাশ্যে বাইরে কথা বলা শুরু করলেন কেন?
গত মরসুমে হোয়াটমোরের সুপারিশেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কর্তাদের হোয়াটমোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সম্পূর্ণ অন্য ভাবে এ বার দল চালাবেন। যা সৌরভ থাকায় সম্ভব হচ্ছিল না। মেলবোর্ন থেকে সৌরভ বললেন, “হোয়াটমোরের খবরটা আমিও শুনেছি। কী লাভ হল তা হলে ওদের?”
২০১১ আইপিএল বছরের সম্ভবত এটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ জিজ্ঞাসা বছরের শেষ দিনে উঠে এল।
|
কেকেআরে হোয়াটমোর |
আইপিএল ২০১০ |
• ম্যাচ ১৪ • জয় ৭ • হার ৭ • পয়েন্ট ১৪ |
আইপিএল ২০১১ |
• ম্যাচ ১৪ • জয় ৮ • হার ৬ • পয়েন্ট ১৬ |
চ্যাম্পিয়ন্স লিগ ২০১১ |
যোগ্যতা অর্জন পর্বে |
ম্যাচ ২ |
জয় ১ • হার ১ |
মূলপর্বে |
ম্যাচ ৪ |
জয় ২ • হার ২ |
|