l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
মায়ের লড়াইয়ে স্বীকৃতি সন্তানের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
অক্লান্ত পরিশ্রম আর অসম্ভব মনের জোরেই ছেলেকে জিতিয়ে দিলেন মা। ‘প্রতিবন্ধী দিবসে’ রাজ্যপাল এম কে নারায়ণনের কাছ থেকে ‘ক্রিয়েটিভ চাইল্ড’-এর স্বীকৃতি পেল মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বছর সাতেকের সুপর্ব পাল। প্রকারান্তরে যা সুপর্বের মা সুস্মিতা পালেরও হার-না-মানা মনোভাবের স্বীকৃতি। সুস্মিতাদেবীর কথায়, “মনের জোরই বড় কথা। তার সঙ্গে চাই সামান্য সুযোগ। সব মা-ই তা হলে এমন অসাধ্য সাধন করতে পারবেন।” প্রতিবন্ধী শিশুর মায়েদের প্রতি তাঁর বার্তা, “ভেঙে পড়বেন না। ছেলেমেয়েকে প্রথাগত কোনও প্রতিবন্ধী-প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সব সময়ে ভর্তি করারও প্রয়োজন নেই। নিজের কাছে রেখেই প্রতিবন্ধী সন্তানকে অনেক বেশি স্বাভাবিক করে তোলা সম্ভব।” রবীন্দ্রনগরে বাড়ি পীযূষ ও সুস্মিতা পালের। তাঁদের একমাত্র সন্তান সুপর্ব। জন্মের পরেই বোঝা যায়, সুপর্ব কানে শুনতে পাচ্ছে না। কথাও বলতে পারছে না।
বিস্তারিত...
মাওবাদী বন্ধ উপেক্ষা করে
তৃণমূলের সভায় জনতার ঢল
নিজস্ব সংবাদদাতা • জামবনি
মাওবাদী বন্ধ উপেক্ষা করে জনতা ফের সামিল হল ‘শান্তি ও উন্নয়নের লক্ষ্যে’ আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে। যা থেকে স্পষ্ট জঙ্গলমহলে মাওবাদী-আতঙ্ক ক্রমশ কাটছে। মাওবাদীরা রবি ও সোমবার ভারত বন্ধ ডেকেছিল। তার মধ্যেই রবিবার পুরুলিয়ার ‘মাওবাদী ডেরা’ বলরামপুরে হাজার ছয়েক মানুষকে নিয়ে পদযাত্রা করেছিলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ শুভেন্দু অধিকারী। সোমবার তিনি জামবনির ভাতুড়ে ফের ভিড়ে ঠাসা সমাবেশে ‘অস্ত্র ছাড়ো, না হয় জঙ্গল ছাড়ো’ বলে মাওবাদীদের হুঁশিয়ারি দেন। সমাবেশে উপস্থিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় এ দিনের জমায়েত দেখে বলেন, “মাওবাদীরা বন্ধ ডেকেছে। তার মধ্যেও মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি, মানুষের এই জমায়েত অভূতপূর্ব। আমাদের মাইন দেখিয়ে লাভ নেই। আমাদের ছেলেরা মাইন গিলে খেতে পারে।”
বিস্তারিত...
নৈনানে অভিযানের কথা আগে
জানানো হয়নি, বলছে পুলিশ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
মগরাহাটের নৈনান-মল্লিকপাড়ায় যে অবৈধ সংযোগ কাটার অভিযান চালানো হবে, তা রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে নির্দিষ্ট করে পুলিশকে জানানো হয়নি বলে পুলিশ কর্তাদের দাবি। তাঁদের বক্তব্য, সেটা জানা থাকলে বৃহস্পতিবার অভিযানে যাওয়ার আগে ‘অন্য রকম’ ব্যবস্থা হতো। মহাকরণ-সূত্রের খবর: ওই দিন হুকিং কাটার অভিযানের জন্য বিদ্যুৎ-কর্তারা প্রথমে ২০ জন পুলিশকর্মী চেয়েছিলেন। সেই মতো ২৩ জন পুলিশ যায়। পরে বোঝা যায়, লাইন কাটা হবে নৈনান গ্রামে। যেখানে অন্তত ৬০% বিদ্যুৎই হুকিং করে নেওয়া হয় পুলিশের আনুমানিক হিসেব। এবং পুলিশ-কর্তাদের মতে, এমন একটা জায়গায় অবৈধ সংযোগ কাটতে গেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি হওয়াটা খুব অস্বাভাবিক নয়। বাস্তবে সে দিন হয়েছেও তা-ই। পুলিশের এ হেন ব্যাখ্যা অবশ্য বণ্টন সংস্থার কর্তারা মানতে নারাজ। ওঁদের এক জনের বক্তব্য: হুকিং-বিরোধী অভিযান কোথায় হবে, সে কথা তাঁরা কখনওই নির্দিষ্ট ভাবে কাউকে জানান না, এমনকী পুলিশকেও না।
বিস্তারিত...
মহিলা নির্যাতনে ওসি-সহ
সাসপেন্ড তিন পুলিশকর্মী
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
গভীর রাতে এক মহিলাকে বাড়ি থেকে তুলে এনে থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগে মুর্শিদাবাদের ‘আদর্শ থানা’ হরিহরপাড়ার ওসি ও এক মহিলা কনস্টেবল-সহ ছয় জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল। ওসি সন্দীপ সেন, এএসআই দীপক দাস এবং এক কনস্টেবল সৌমিত্র সরকারকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। কাজ থেকে ‘বসিয়ে দেওয়া হয়েছে’ ওই থানার তিন হোমগার্ড ওয়াহাব আলি, জার্জিস শেখ এবং সাজেদা বিবিকে। লতিফা বিবি নামে ওই মহিলার বাড়ি হরিহরপাড়ার তরতিপুর গ্রামে। তাঁর স্বামী কুতুবুদ্দিন মণ্ডলের বিরুদ্ধে ওই থানায় দাদা জহিরুল মণ্ডলকে মারধরের অভিযোগ রয়েছে। সেই সূত্রেই কুতুবুদ্দিনের খোঁজে ২৯ নভেম্বর রাতে তাঁদের বাড়ি যান ওই থানার কয়েকজন পুলিশকর্মী।
বিস্তারিত...
চাকরির দাবিতে পাঁচিল তুলতে বাধা গ্রামবাসীদের
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
চাকরির দাবি তুলে জমিদাতারা ধর্মস্থান সরাতে ও পাঁচিল তুলতে বাধা দেওয়ায় থমকে গিয়েছে ইস্কো স্টিল প্ল্যান্টের আধুনিকীকরণের কাজ। জট খুলতে রাজ্যের শিল্পমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। শ্রমিক সংগঠনগুলিও জমিদাতাদের বিরুদ্ধে সবর হয়েছে। আসানসোলের পুরুষোত্তমপুরে একফালি জমিতে বেড়া দিয়ে ঘেরা ওই পুরনো ধর্মস্থানকে ‘ঝোড়াবুড়ির মন্দির’ বলে চেনেন এলাকাবাসী। যদিও সেখানে কোনও ইমারত নেই। রয়েছে একটি গাছ ও কয়েকটি পাথর। জমি অধিগ্রহণের সময়ে গ্রামবাসীদের বলা হয়েছিল, সীমানা প্রাচীর তোলার সময় ইস্কো নিজের খরচায় মন্দির স্থানান্তর করে দেবে। তার পাশে খুঁড়ে দেবে একটি পুকুরও। গ্রামবাসীরা তখন রাজি হয়েও এখন বেঁকে বসেছেন বলে অভিযোগ। ইস্কোর মুখ্য জনসংযোগ আধিকারিক ভাস্কর কুমার বলেন, “গ্রামবাসীরা দাবি তুলেছেন, জমিদাতারা চাকরি না পেলে ঝোড়াবুড়ির মন্দির সরাতে দেওয়া হবে না। প্রায় ২ শতক জায়গায় পাঁচিল তুলতে দিচ্ছেন না। ফলে থমকে আছে সম্প্রসারণ প্রক্রিয়া।”
বিস্তারিত...
দোষ করলে কালো তালিকায়
চালকল, নিদান খাদ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • কালনা
ধান কেনার কাজে কোনও চালকলের বিরুদ্ধে অভিযোগ এলে তা তদন্ত করে দেখা হবে। তদন্তে মিল কর্তৃপক্ষের দোষ প্রমাণিত হলে তাকে কালো তালিকাভুক্ত করে দেওয়া হবে। সোমবার কালনায় সরকারি সহায়ক মূল্যে ধান কেনার পরিস্থিতি খতিয়ে দেখতে এসে এমনটাই জানিয়ে গেলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্তেশ্বরে বামুনপাড়া পঞ্চায়েতের পূর্ব খাঁপুর এলাকার একটি মাঠে ক্যাম্প খুলে এলাকার চাষিদের ধান কেনা শুরু করেছে বান্দেশ্বরী রাইসমিল। সেখানে চাষিদের নানা অভিযোগ শোনার পরে মন্ত্রীর আশ্বাস, “২০১২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কুইন্টাল প্রতি ১০৮০ টাকা দরে ধান কেনা হবে চাষিদের কাছ থেকে। তাই অযথা হুড়োহুড়ি না করে ধীরে ধীরে ধান আনতে হবে।”
বিস্তারিত...
এন্তাজের সম্পত্তি বাজেয়াপ্ত,
তরুণ রায়ের বাড়িতে তালা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
এক সময়ে কেশপুরে সিপিএমই ছিল ‘শেষ কথা’। আর ‘তিনি’ সিপিএমের দাপুটে সেনাপতি। সেই এন্তাজ আলির বাড়িতে সোমবার তাঁর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করতে হানা দিল পুলিশ। দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে যে ৩৯ জন সিপিএম নেতা-কর্মী ‘ফেরার’ রয়েছেন, তাঁদের নামে হুলিয়া জারি হয়েছিল আগেই। ২৫ নভেম্বরের মধ্যে তাঁদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কেউই হাজির হননি। আদালত এর পর তাঁদের ‘পলাতক অভিযুক্ত’ ঘোষণা করে অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। সেই নির্দেশ মোতাবেকই এ দিন কেশপুরের চড়কায় এন্তাজ আলির বাড়িতে যায় পুলিশ। দোতলার একটি ঘরে থাকতেন এই সিপিএম নেতা। এ দিন সেই ঘর থেকেই আসবাবপত্র বাজেয়াপ্ত করা হয়।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
ব্যাঙ্কের টাকা লুঠে
ধৃত ক্যাশিয়ার, রক্ষী
সব ব্লক দফতরে
তালা মোর্চার
দক্ষিণবঙ্গ
গরু পাচারের প্রতিবাদে
দুষ্কৃতীদের হামলা গ্রামে
বাসস্ট্যান্ডের সম্প্রসারণ,
সমস্যা মেটার পথে
বর্ধমান
গলসি কলেজে মারপিট,
আহত শিক্ষকও
রাস্তায় নামবে পড়ে থাকা
বাস, ঘোষণা দুর্গাপুরে
পুরুলিয়া
দিল্লির পথে রওনা
পাঁচ ‘বিদ্রোহিণী’ কন্যা
র
তৃণমূল কার্যালয়ে আগুন
নানুরে, অভিযুক্ত সিপিএম
মুর্শিদাবাদ
কংগ্রেস-তৃণমূল ছাত্র সংগঠনের সংঘর
নিকাশি নিয়ে
তরজা জিয়াগঞ্জে
মেদিনীপুর
হলদিয়ায় শ্রমিক
কার্যালয়ে আগুন
পানীয় জলের জন্য
বরাদ্দ ৩৬টি স্কুলে
কলকাতা
৩১.০/১৮.৫
আজকের দিনে
•
১৮২৩:
প্রাচ্যের ভাষাবিদ
ফ্রেডরিক ম্যাক্সমুলারের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.